behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

নতুন বছরে জাতীয় গম্ভীরা ও আলকাপ উৎসব

বিনোদন প্রতিবেদক।।১৭:৩০, ডিসেম্বর ০৮, ২০১৫

bশিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আসছে বছর জানুয়ারিতে প্রথম জাতীয় গম্ভীরা উৎসব এবং নভেম্বরে প্রথম জাতীয় আলকাপ উৎসব অনুষ্ঠিত হবে। দুটি উৎসবের উদ্যোগ নিয়েছে ‘দিয়াড়’ নামের একটি সমাজিক-সাংস্কৃতিক সংগঠন।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা এবং উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে সম্প্রতি আত্মপ্রকাশ হয়েছে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা দিয়াড় (DIARR)।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রের এক সভায় মুখলেসুর রহমান মুকুলকে আহ্বায়ক ও আনোয়ার হককে সদস্যসচিব নির্বাচিত করা হয়। মেসবাহুর রহমান খসরু ও আবুল কালাম আজাদকে যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীর সেলিম, ইফ্ফাত আরা নার্গিস, সুজাতুল আলম কল্লোল, শাহরিয়ার মাহমুদ প্রিন্স, তহুর আহমেদ, রাশিদ পলাশ, আবদুল আওয়াল গণি জোহা ও জয়নুল আবেদীন জনীকে সদস্য করা হয়েছে।

দিয়াড়ের উপদেষ্টা পরিষদে আছেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, রফিকুন নবী, অধ্যাপক মুহম্মদ এলতাসউদ্দিন, অধ্যাপক ডা. লিয়াকত আলী (ভিসি, বিইউএইচএস), মেসবাহ্ কামাল (অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক আলপ্তগীন তুষার (বিভাগীয় প্রধান-চারুকলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মো: ফজলুল হক (অতিরিক্ত সচিব), এ এইচ এম আবদুল্লাহ (অতিরিক্ত সচিব), মো: জিল্লার রহমান (ঢাকা বিভাগীয় কমিশনার), মো: মনজুর রহমান (অতিরিক্ত সচিব),  সৈয়দ নুরুল ইসলাম (উপ-পুলিশ কমিশনার, ওয়ারি বিভাগ, ডিএমপি), সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ড (চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক), কৃষিবিদ গোলাম মোস্তফা, মতিউর রহমান (সাবেক ব্যাংক কর্মকর্তা), সাব্বির আহমদ (সাংবাদিক-গবেষক), শাহাবুদ্দিন নাগরী (শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্ব) এবং জহুরুল আলম টুলু (সাংস্কৃতিক ব্যক্তিত্ব)।  

 

এছাড়াও ১০১ সদস্যের জাতীয় কমিটি এবং ৫১ সদস্যের পৃষ্ঠপোষক কমিটি গঠন করা হয়েছে।


/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ