X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্কার থেকে বাদ পড়লো বাংলাদেশের ‘আলফা’

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৫:৩০

‘আলফা’র দুটি দৃশ্য বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান হয়নি বাংলাদেশের। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার (১৬ ডিসেম্বর) সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে। এতে নেই বাংলাদেশ থেকে পাঠানো নাসিরউদ্দীন ইউসুফের ‘আলফা’। অস্কারের প্রচারণা বিভাগ থেকে ই-মেইলে এসব তথ্য জানানো হয়।
৯২তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে জমা নেওয়া হয় ৯১টি দেশের চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ‘আলফা’। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে ঘিরে এর গল্প। এতে তুলে ধরা হয়েছে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা একজন চিত্রশিল্পীর জীবন।
‘আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির। এছাড়াও আছেন দোয়েল ম্যাশ, এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ। ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাসিরউদ্দীন ইউসুফ। সম্পাদনায় ক্যাথরিন মাসুদ।
অ্যাকাডেমির সব শাখার সদস্যরা জমা পড়া ৯১টি ছবি বড় পর্দায় দেখেছেন। সেখান থেকে তারা বেছে নেন সাতটি ছবি। এছাড়া আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র (আগে বিভাগটির নাম ছিল বিদেশি ভাষার ছবি) পুরস্কারের নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকায় আরও তিনটি চলচ্চিত্র যুক্ত করেছে। সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ১০। এরমধ্য থেকে অ্যাকাডেমি সদস্যদের ব্যালট ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে বেশিরভাগই ৭২তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। এরমধ্যে দক্ষিণ কোরিয়ার বন জুন-হো পরিচালিত ‘প্যারাসাইট’ স্বর্ণপাম জিতেছে। গ্রাঁ প্রিঁ পেয়েছে সেনেগালের নারী নির্মাতা মাটি ডিওপের ‘আটলান্টিকস’। কানে জুরি প্রাইজ পাওয়া ফ্রান্সের ‘লে মিজেরাবেলস’ আছে তালিকায়। স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘পেইন অ্যান্ড গ্লোরি’র জন্য সেরা অভিনেতা হন অ্যান্টোনিও ব্যান্ডেরাস। আঁ সার্তে রিগার বিভাগে ‘বিনপোল’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন রাশিয়ার কান্তেমির বালাগভ। এছাড়া ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারে আঁ সার্তে রিগার বিভাগের সেরা ছবি হয় এটি।
সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য ছবিগুলো হলো, ৭৬তম ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চেক রিপাবলিকের ভাৎসলাফ মারহোল পরিচালিত ‘দ্য পেইন্টেড বার্ড’, ভেনিস ডেজ শাখায় ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড পাওয়া পোলিশ নির্মাতা ইয়াস কোমাসার ‘করপাস ক্রিস্টি’, সানডেন্স চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজসহ তিনটি পুরস্কার পাওয়া প্রামাণ্য চলচ্চিত্র নর্থ মেসিডোনিয়ার ‘হানিল্যান্ড’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন তামারা কোতেস্কা ও লুবোমির স্তেফানভ।
এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছে এস্টোনিয়ার তানেল তুম পরিচালিত ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস’ এবং হাঙ্গেরির বার্নাব্যাস তোত পরিচালিত ‘দোজ হু রিমেইন্ড’।
এদিকে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগ ছাড়াও প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, মেকআপ ও হেয়ারস্টাইলিং, মৌলিক সুর সংযোজন, মৌলিক গান, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি।
মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে আছে বম্বশেল, ডলমাইট ইজ মাই নেম, ডাউনটাউন অ্যাবি, জোকার, জুডি, লিটল ওমেন, মেলেফিসেন্ট: মিস্ট্রেস অব এভিল, ১৯১৭, ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড, রকেটম্যান।
ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে আলিটা: ব্যাটেল অ্যাঞ্জেল, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, ক্যাপ্টেন মার্ভেল, ক্যাটস, জেমিনি ম্যান, দ্য আইরিশম্যান, দ্য লায়ন কিং, ১৯১৭, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার, টার্মিনেটর: ডার্ক ফেট।
মৌলিক সুর সংযোজনে আছে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, বম্বশেল, দ্য ফেয়ারওয়েল, ফোর্ড ভার্সাস ফেরারি, ফ্রোজেন টু, জোজো র্যা বিট, জোকার, দ্য কিং, লিটল ওমেন, ম্যারেজ স্টোরি, মাদারলেস ব্রুকলিন, ১৯১৭, পেইন অ্যান্ড গ্লোরি, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার, আস।
মৌলিক গান বিভাগে আছে স্পিচলেস (আলাদিন), লেটার টু মাই গডফাদার (দ্য ব্ল্যাক গডফাদার), আই’ম স্ট্যান্ডিং উইথ ইউ (ব্রেকথ্রো), ডা ব্রঙ্কস (দ্য ব্রঙ্কস ইউএসএ), ইন্টু দ্য আননৌন (ফ্রোজেন টু), স্ট্যান্ড আপ (হ্যারিয়েট), ক্যাচি সং (দ্য লেগো মুভি টু: দ্য সেকেন্ড পার্ট), নেভার টু লেট (দ্য লায়ন কিং), স্পিরিট (দ্য লায়ন কিং), ডেইলি ব্যাটেলস (মাদারলেস ব্রুকলিন), অ্যা গ্লাস অব সজু (প্যারাসাইট), (আইম গনা) লাভ মি অ্যাগেইন (রকেটম্যান), হাই অ্যাবাভ দ্য ওয়াটার (টনি মরিসন: দ্য পিসেস আই অ্যাম), আই কান্ট লেট ইউ থ্রো ইউরসেলফ অ্যাওয়ে (টয় স্টোরি ফোর), গ্লাসগো (ওয়াইল্ড রোজ)।
২০২০ সালের ২ জানুয়ারি মনোনয়ন চূড়ান্ত করার ভোট শুরু হবে। অস্কারের ভোটাররা ৭ জানুয়ারি পর্যন্ত তাদের রায় জানাবেন। এরপর ১৩ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।  
হলিউডের ডলবি থিয়েটারে ৯২তম অস্কারের জমকালো আসর বসবে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।
৯২তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকা
* প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)
* দ্য পেইন্টেড বার্ড (চেক রিপাবলিক)
* ট্রুথ অ্যান্ড জাস্টিস (এস্টোনিয়া)
* লে মিজেরাবেলস (ফ্রান্স)
* দোজ হু রিমেইন্ড (হাঙ্গেরি)
* হানিল্যান্ড (নর্থ মেসিডোনিয়া)
* করপাস ক্রিস্টি (পোল্যান্ড)
* বিনপোল (রাশিয়া)
* আটলান্টিকস (সেনেগাল)
* পেইন অ্যান্ড গ্লোরি (স্পেন)|

/জেএইচ/এমএম/ এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
কান উৎসব ২০২৪বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি