X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

৮ থেকে ১৮ প্রেক্ষাগৃহে ‘ন ডরাই’

বিনোদন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২০:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৩২

ছবিটির একটি দৃশ্যে সুনেরাহ্ বিনতে কামাল এরমধ্যে ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ঘটনা গড়িয়েছে আদালতের চৌকাঠ পর্যন্ত। তবু থেমে নেই, কারণ ছবিটির নাম যে, ‘ন ডরাই’!
২৯ নভেম্বর এটি মুক্তি পায় মাত্র ৮টি প্রেক্ষাগৃহে। চতুর্থ সপ্তাহে (২০-২৬ ডিসেম্বর) সেটি উন্নীত হচ্ছে ১৮-তে। নির্মাতা তানিম রহমান অংশু বিষয়টিকে দেখছেন বিজয় হিসেবে।
কক্সবাজার সমুদ্রে সার্ফিং বোর্ডে ভেসে বেড়ানো এক নারীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত এই চলচ্চিত্রটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল ও শরিফুল রাজ।
প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ২০ ডিসেম্বর থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে ছবিটি চলার বিষয় চূড়ান্ত হয়েছে। এরমধ্যে রয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স (পান্থপথ, ধানমণ্ডি ও মহাখালী), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী) ও বলাকা (নিউমার্কেট)। সিনেমার প্রচারণা শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন রাজ ও সুনেরাহ্
এছাড়া ঢাকার বাইরে ছবিটি দেখা যাবে সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, আলমাস, সিনেমা প্যালেস, পটিয়ার ছন্দ সিনেমা, কক্সবাজারের বিজিবি অডিটোরিয়াম, সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি, বরিশালের অভিরুচি, বগুড়ার মম ইন, টাঙ্গাইলের মালঞ্চ, মানিকগঞ্জের নবীন সিনেমা হলে।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা অংশু আগেই বলেছেন, ‘একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির জন্ম। গল্পটি গড়ে উঠেছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে এতে। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ করেছি কক্সবাজারে। এতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি বেশি। কারণ, গল্পটা ওই অঞ্চলের। তবে তা সবাই যেন বুঝতে পারেন, সেভাবেই ব্যবহার করা হয়েছে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি