X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

যে কারণে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘জ্বীন’

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১১

‘জ্বীন’ এর মোশন পোস্টারে পূজা চলতি বছরের শুরুতে শুরু হওয়া জাজ মাল্টিমিডিয়ার একমাত্র চলচ্চিত্র ‘জ্বীন’। ধরনের বিচারেও এটি বাংলাদেশের জন্য একেবারে আলাদা প্রেক্ষাপটের ছবি।
শুটিং আগেই শেষ হয়েছে। সম্প্রতি ডাবিংও শেষ হলো। ছবির অন্যতম নায়ক সজল জানালেন, বাংলাদেশের জন্য ‘জ্বীন’ নতুন প্যাটার্নের একটি ছবি। এতে ভিএফএক্স-এর অনেক কাজ করা হয়েছে।
তিনি বলেন, ‘দুদিন হলো ডাবিং শেষ করলাম। এতে কাজ করে সত্যিই এক্সাইটেড! পুরো কাজ করে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।’
কিন্তু ‘জ্বীন’ তো খানিকটা হরর ঘরানার ছবি। নাম তো বটেই, গেল ৩১ অক্টোবর প্রকাশিত ছবিটির মোশন পোস্টার থেকেও অনুমান করা যায়, ছবিটির মধ্যে রয়েছে ভৌতিক কিংবা অতিপ্রাকৃত একটি বিষয়। এমন ছবি ভালোবাসা দিবসে কেন? জবাবে সজল বলেন, ‘গল্পটি ভালোবাসারও। এর বেশি কিছু আগাম বললে চমক নষ্ট হবে।’
‘জ্বীন’-এ সজলের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন রোশান-মুন জুটি।
এক ফ্রেমে ছবির দুই জুটি ছবির নির্মাতা নাদের চৌধুরী বলেন, ‘‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। সব কাজ গুছিয়ে এনেছি। এখন চলছে মুক্তির প্রস্তুতি।’’
এদিকে পূজা বলেন, ‘ছবিটির নাম থেকেই স্পষ্ট এটি আলাদা কনসেপ্টের গল্প। দর্শকরা যার রেশ দেখতে পেয়েছেন আমাদের মোশন পোস্টার থেকে। এটি দেখে আমি নিজেও ভড়কে গিয়েছি। আশা করছি ভালো এবং নতুন কিছু হবে।’
এদিকে ‘জ্বীন’-এর গল্প প্রসঙ্গে এর প্রযোজক ও গল্পকার আবদুল আজিজ আগেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি তৈরি হয়েছে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের ছবি আমাদের এখানে আর হয়নি।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও নিশ্চিত করেছে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি, ২০২০)।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি