X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউটিউবে নজরুলসংগীত শেখাচ্ছেন শেলু বড়ুয়া

সুধাময় সরকার
০৩ জানুয়ারি ২০২০, ১৮:১৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৩২


গান-বাজনা শেখার বিষয়ে আলাপ উঠলে আজকাল অনেকে মজা করে বলে থাকেন, ‌‘আছে না—ওস্তাদ ইউটিউব আলী খাঁ!’ এটাও সত্যি, এখন ইউটিউব হচ্ছে অজানাকে জানার বিশ্বজুড়ে প্রধান ও সহজ মাধ্যম।
সেই বাস্তবতাকে আরও সুচারুভাবে কাজে লাগাতে বিশেষ এক উদ্যোগ নিলেন দেশের অন্যতম নজরুলসংগীত শিল্পী শেলু বড়ুয়া। শুরু করলেন ইউটিউবের মাধ্যমে নজরুলসংগীত শেখানোর অসাধারণ এক প্রক্রিয়া।
সরকারি সংগীত কলেজের এই শিক্ষক বাংলা ট্রিবিউনকে বললেন, ‘নজরুলের একজন শিল্পী ও শিক্ষক হিসেবে খুব কষ্ট হয়, যখন দেখি গানগুলো থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে মানুষ। কারণ, নজরুলসংগীতের আদি সুর এখন আর সচরাচর পাওয়া যায় না। অনেকেই আদি সুরটাকে বদলে দিয়ে নিজের মতো করে গাইছেন! বদলে যাচ্ছে বাণীও! এতে অনেকেই বিভ্রান্ত হন। আবার সঠিকভাবে শিক্ষার্থীদের শেখানোর জন্য শিক্ষকেরও অভাব। মূলত এসব বিষয় মাথায় নিয়ে উদ্যোগটি নিয়েছি। আমি চাই ইউটিউবের মাধ্যমে দেশ ও বিদেশের শ্রোতা-শিক্ষার্থীরা আদি সুরের সঠিক তালিমটুকু পাক।’
নজরুল সংগীত আদি সুরে- এই শিরোনামে ২ জানুয়ারি ইউটিউব চ্যানেলটির আত্মপ্রকাশ ঘটে। শুরুতে একসঙ্গে ২০টি গান-ভিডিও দেওয়া হয়েছে সেখানে। যে গানগুলোর আদি সুর ও সঠিক বাণীসহ শ্রোতাদের সামনে তুলে ধরেছেন শেলু বড়ুয়া। প্রতিটি পরিবেশনার শুরুতে ও শেষে তিনি বর্ণনা করেছেন গানটির কথা, সুর ও সৃষ্টি নিয়ে বিশদ।
শেলু বড়ুয়ার মতে, এই উদ্যোগটি হচ্ছে নজরুলসংগীত আদি সুরে শেখার একটি অন্তর্জাল শিক্ষা কার্যক্রম। তিনি জানান, ২০টি গান দিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে ২০০টি গান প্রকাশের প্রক্রিয়া চলছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!