X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মালালার বায়োপিক নির্মাতার বিরুদ্ধে ফতোয়া

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৪:২৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:০৭

রিম ও মালালা পাকিস্তানের নোবল জয়ী শিক্ষা ও সমাজকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর চলচ্চিত্র নির্মাণ করেছেন আমজাদ খান। সম্প্রতি ‘গুল মাকাই’ নামের এ ছবির পোস্টার প্রকাশ হয়েছে।
এতে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ফতোয়া জারি করেছে দেশটির নয়ডা অঞ্চলের এক মাওলানা।

তার দাবি, পোস্টারে কোরআন শরিফকে অসম্মান করা হয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আমজাদ জানান, এর আগেও বহুবার হুমকি তিনি পেয়েছেন। এবার পোস্টার নিয়ে আপত্তি পেলেন তিনি।

তবে তার মতে, বিষয়টি ভুল বুঝেছেন ওই মাওলানা। আমজাদ খান বলেন, ‘চলচ্চিত্রটির পোস্টারে একটি মেয়ে বই নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যায়, বই খোলার কারণে তার মুখের একটি অংশ বিস্ফোরকে আক্রান্ত। এটি আসলে ইংলিশ বই। অভিযোগকারী ব্যক্তি এটাকে পবিত্র কোরআন শরিফ ভেবেছেন।’

তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে মামলা করতে চান না। কারণ হিসেবে উল্লেখ করেন, ‘আমি শান্তির জন্য ছবিটি নির্মাণ করেছি। কোনও অশান্তির বার্তা দিতে চাই না।’

ছবিটিতে মালালার ভূমিকায় অভিনয় করছেন রিম শাইখ। রিমের সঙ্গে পর্দা ভাগ করবেন দিব্যা দত্ত ও অতুল কুলকার্নি। এটি মুক্তির কথা আগামী ৩১ জানুয়ারি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল