পূর্ণদৈর্ঘ্য নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন চিত্রনায়ক রিয়াজ। আর এটি আজ থেকে মুক্তি পাচ্ছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। মহান মুক্তিযু্দ্ধ নিয়ে নির্মিত এ ছবির নাম ‘বিজয়গাথা’। এর দৈর্ঘ্য সত্তর মিনিট। 

ছবিটি পরিচালনা করেছেন আজাদ কালাম। তিনি জানান, এটি ঢুলিডটকম নামের অস্ট্রেলিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান কিনে নিয়েছে। তাদের উদ্যোগে এটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

এর গল্প সম্পর্কে জানা যায়, ছবিটি শুরুর দিকে মুক্তিযুদ্ধের তিন মাস দেখানো হয়েছে। এতে রিয়াজ কলেজপড়ুয়া, গ্রামের ছেলে। বর্ষা নিক্ষেপে এলাকাজোড়া সুনাম তার। তাকে দিয়ে পাকিস্তানিরা খুন করায় গ্রামের এক স্কুলশিক্ষককে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন তৃষা, শাকিল আহমেদ, সিদ্দিকুর রহমান, তারেক মাহমুদ প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন অশোক বসাক। আবহসংগীত করেছেন পার্থ মজুমদার।

 

/এম/এমএম/