X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব পরিবেশ দিবস: দীপ্ত দেখাবে ‘টুমরো’

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০২০, ০০:০৩আপডেট : ০৫ জুন ২০২০, ০১:০১

টুমরো প্রকৃতি ও পরিবেশ নিয়ে বরাবরই সচেতনতামূলক কাজ করে আসছে দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত। উদ্দেশ্য, গল্পের ছলে মানুষকে সচেতন করা।

আজ (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। সেই সূত্রে চ্যানেলটি উদ্যোগ নিয়েছে বেশ কিছু বিশেষ আয়োজনের। এরমধ্যে অন্যতম হলো আলোচিত থ্রিডি অ্যানিমেটেড সিনেমা ‘টুমরো’।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।
দীপ্ত জানায়, চলচ্চিত্রটির উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন সংকটকে বাচ্চাদের সামনে গল্পের মাধ্যমে তুলে ধরা।
‘টুমরো’র মূল চরিত্র রাতুল একটি অতিপ্রাকৃত সত্তা, যার নাম বাতাসের বুড়ো। যার আছে পৃথিবীর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যে এই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী করে রাতুলকে; আর তার মতো মানুষদের। রাতুলকে একটানে বাতাসের বুড়ো নিয়ে যায় অতীতে। দেখায় কীভাবে পৃথিবীতে ফসিল ফুয়েলের কারখানা শুরু হলো আর বিপর্যস্ত হতে শুরু করলো পৃথিবীর জলবায়ু।
পৃথিবীর এই বিপর্যয় দেখার পর রাতুল যখন ভয়ে অস্থির, তখন বাতাসের বুড়ো রাতুলকে দেখালো এক নতুন ভবিষ্যৎ।
এমন গল্পে তৈরি ‘টুমরো’ দীপ্ত টিভিতে প্রচার হবে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে।
এছাড়াও বিশেষ এই দিনটিকে ঘিরে সকাল ১০টা ১০ মিনিট থেকে প্রচার হবে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রামাণ্যচিত্র ‘বিফোর দ্য ফ্লাড’। বাংলায় ডাবিং করে এর নামকরণ করা হয়েছে ‘প্লাবনের আগে’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!