X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘এখনও বলবো, আমাদের একজন এন্ড্রু কিশোর আছেন’

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ২৩:২৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:১০

মঞ্চে কনকচাঁপা ও এন্ড্রু কিশোর ধারণা করা যায়, এন্ড্রু কিশোরের সঙ্গে সংখ্যার বিচারে সর্বাধিক সফল গান কনকচাঁপার। চলচ্চিত্রের অসামান্য সব রোমান্টিক গানের জন্ম হয়েছে এই দুজনের কণ্ঠ সূত্রে।

কনকচাঁপার ভাষ্যে, তিনি তার সংগীত ক্যারিয়ারের পুরোটাজুড়ে পেয়েছেন এন্ড্রু কিশোরকে। সঙ্গে বলছেন, ‘এন্ড্রু কিশোর কোথাও যাননি, তিনি আছেন।’
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকায় এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিষণ্ণ হয়ে পড়েন কনকচাঁপা।
তার ভাষ্যে, ‘এন্ড্রু কিশোরের গান গাওয়ার স্টাইল, গাওয়ার জন্য দাঁড়ানোর স্টাইল তাকিয়ে থাকার মতো। কণ্ঠ… উনার কণ্ঠকে আমি বলি গলিত সোনা। উনি যখন গান গাইতেন, মনে হতো সত্যি সত্যি সোনা গলে গলে পড়ছে। এত অপূর্ব কণ্ঠ, এত শক্তিমান কণ্ঠ। সূর্যের মতো শাশ্বত কণ্ঠ।’
কনকচাঁপা আরও বলেন, ‘তার মতো শিল্পীকে আমার পেশাদার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত পেয়েছি—এটা আমার পরম সৌভাগ্য। মাঝেমধ্যেই ভীষণ গর্ব হয় যে তার সঙ্গে অনেক গান আমি গেয়েছি। সহশিল্পীর অংশটি যদি বাদ দেই, আমি উনার গানের ভক্ত।’
স্মৃতিকাতর কনকচাঁপা বলেন, ‘উনি যখন মঞ্চে গান গাইতেন, আমি তখন নিচে বসে বাচ্চাদের মতো হা করে গান শুনতাম। ক্যারিয়ারের পুরোটা সময় তার কাছ থেকে শেখার চেষ্টা করেছি। আমি কখনোই বলবো না, এন্ড্রু কিশোর ছিলেন। আমি এখনও গর্ব করে বলছি, আমাদের একজন এন্ড্রু কিশোর আছেন।’
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!