X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৭ অভিনয়শিল্পী পাচ্ছেন মান্না স্মৃতি পদক

বিনোদন প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০১৫, ১৯:০১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৯:০২

মান্না উৎসব ২১০৬ ১ জানুয়ারি বর্নাঢ্য আয়োজনে অুনষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব’। অকাল প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে এমন আয়োজন এবারই প্রথম। মান্না ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ  শিশু একাডেমি প্রাঙ্গণে বর্নাঢ্য এ উৎসবের মধ্যদিয়ে দেশের ৭ জন গুণী চলচ্চিত্র অভিনয়শিল্পীকে প্রদান করা হবে মান্না স্মৃতি পদক। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে এফডিসির জহির রায়হান কালারল্যাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মান্না উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন নায়ক মান্নার সহধর্মিনী ও মান্না ফাউন্ডেশনের চেয়ারপার্সন শেলী মান্না।
তিনি বলেন, ‘এ উৎসবে চলচ্চিত্র তারকাদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া এই প্রথমবারেরমতো মান্না স্মৃতি পদক প্রদান করা হবে। দেশের চলচ্চিত্রের ৭ জন গুনী অভিনেতা অভিনেত্রীর হাতে এ পদক তুলে দেওয়া হবে। উৎসবে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন কলকাতার নায়িকা ঋতুপর্ণাও।’
তিনি আরও জানান, উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শেলী মান্না ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, মান্না ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট নায়িকা মৌসুমী, পপি, নায়ক রিযাজ, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, হেড অব মার্কেটিং ব্র্যান্ড আরএফএল-এর এস এম আরাফাতুর রহমান, এনটিভির জি এম প্রোগ্রাম- মো. খোরশেদ আলম ও কিউট-এর এক্সিকিউটিভ মার্কেটিং ম্যানেজার মো. আশরাফুর রহমান। মান্না উৎসব ২১০৬

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!