X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মার্চে আসছে অমিতাভের ‌‘আয়নাবাজি’

বিনোদন প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০১৫, ১২:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:১০
image

আয়নাবাজি ফেব্রুয়ারিতে শ্যুটিং শুরু করে আগস্টেই শেষ। ডাবিংও প্রায় একই পথে। দ্রুতলয়ে চলছে সম্পাদনার কাজ। অন্যতম বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা সিনেমায় হাত রাখতেই যা দেরি, পরেরটুকু এক্কেবারে ‘ধর তক্তা মার পেরেক’ টাইপ। তাইবলে কেউ ভেবে বসবেন না, কোনও মতে তড়িঘড়ি করে শেষ করেছেন ‘আয়নাবাজি’। ‘ক্যালেন্ডারের হিসাবে ছয় মাস, আসলে তো এটি এক যুগের কাণ্ড’- বললেন অমিতাভ রেজা।    
বিজ্ঞাপন এবং নাটকের সফল এ বিজ্ঞাপন নির্মাতা জানান, ডাবিং বাকি শুধু পার্থ বড়ুয়ার। কারণ তিনি এতদিন অসুস্থ ছিলেন। এ সপ্তাহের মধ্যে তার অংশের কাজ শেষ হয়ে যাবে। সম্পাদনাও শেষ হচ্ছে একই সময়ে। অমিতাভ রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিহার্সেল ও শ্যুটিং থেকে শুরু করে আমাদের সবকিছু হচ্ছে একেবারে রুটিন ধরে। সে হিসেবে জানুয়ারির পুরোটা আমি ব্যয় করব ছবিটির সাউন্ড, কালার কারেকশন এবং পোস্ট প্রোডাকশন নিয়ে। ফেব্রুয়ারির প্রথম দিকে সেন্সরবোর্ডে জমা দিব। আশা করছি, অল্প সময়েই ছাড়পত্র পেয়ে যাব। আর মার্চের যেকোনও এক শুক্রবার ছবিটি সবার কাছে পৌঁছাতে চাই।’
আয়নাবাজি কথায় স্পষ্ট, সিনেমা নির্মাণে অন্য অনেকের চেয়ে একটু দেরিতে হাত রেখেও অমিতাভ রেজা এখন বেশ সিরিয়াস। ‘আয়নাবাজি’র শুরু থেকে শেষ পর্যন্ত ঘাড় ঘুরাতেও প্রস্তুত নন। তাই তো একটানা রুটিন ধরে একে একে সব কাজ গুছিয়ে আনছেন প্রথম ছবির। যদিও ‘প্রথম ছবি’ কথাটি নিয়ে অমিতাভের খানিক অস্বস্তি আছে। বললেন, ‌‘‌‌‘‌‌দেখুন আমি সিনেমা বানাব বলেই এ পাড়ায় এসেছিলাম যুগেরও বেশি সময় হলো। তারও আগে ক্যামেরা-চোখে-ফ্রেমে কত-শত প্রাক-প্রস্তুতি। এরপর অনেক কাজ করেছি। মানুষ যেগুলোর নাম দিয়েছেন ‘বিজ্ঞাপন’ নয়তো ‘নাটক’। টিভিতে প্রচার হয়েছে বলেই হয়তো। অথচ ওসবের সবটাই আমার কাছে এক একটি সিনেমা। এটাও তো ঠিক, সবাই যখন ‘আইনাবাজি’কে স্বেচ্ছায় শুরু থেকেই সিনেমা নাম ধরে ডাকছে, তখন আমার ওপর দায়িত্বটা অনেক বেড়ে গেছে। সেটুকু সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি এখন।’’
‘আয়নাবাজি’র গল্পটা কেমন? ছবিতে মূলত তিনটি চরিত্র। চঞ্চল চৌধুরী, নাবিলা এবং পার্থ বড়ুয়া। তবে এই তিন চরিত্রের মধ্যে ‘আয়নাবাজি’র গল্পের শুরুটা ‘আয়না’ নামের চঞ্চলকে ধরেই।
‘আয়নাবাজি’ সেই শহরের গল্প শুনাবে, যে শহরে এখনও সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে যায়। মহল্লার চা-পুরির দোকানে ঠাট্টা-মশকরা করে বেকার-বখাটেরা। ‘আয়না’ সেই শহরের একজন বাসিন্দা। যার সঙ্গে সহজাত প্রেম হয়ে যায় ‘হৃদি’ নামক নাবিলার।
একটা সময় আয়না আটকে পড়ে নষ্ট শহরের বেড়াজালে। গল্পে আসেন সাংবাদিক রূপে পার্থ বড়ুয়া। অমিতাভের ভাষায়, ‘এ গল্পে দেখা যাবে শহরের ভেতরে আরেকটা শহর, যার গল্প এখন আমরা আর শুনি না। এটা এই শহরের প্রেম ও পলিটিক্সের ছবি। এখানে গল্প-গান, প্রেম-বিরহ, খারাপ-ভালো সবকিছুকে পাশাপাশি হাঁটানোর চেষ্টা করেছি। শেষ বিচারে বাণিজ্যের বাইরে তো কিছু নেই। অর্থহীন কিছু করার ইচ্ছা এবং অভিজ্ঞতা আমার খুবই কম।’
‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় এতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা প্রমূখ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল