X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বলিউডের ১২ ছবি: মিশ্র অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৭:১২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:২৭

বেবি ২০১৫ সালে সেরা বারো বলিউড ছবির নাম প্রকাশ করেছে আইএমডিবি। ছবির ব্যবসা, সমালোচনা ও দর্শকদের অভিমত থেকে তারা একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের ছবি। দেখে নেওয়া যাক ২০১৫ সালে বলিউডের কোন ছবিগুলো সেরা-
১- বেবি:
এ বছরের সেরা ছবির তালিকায়ি প্রথমেই রয়েছে ‘বেবি’। অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’ ছবিতে রয়েছে গোয়েন্দাসংস্থা আর জঙ্গিদের মধ্যে সংঘাতের জমজমাট কাহিনি।
২- বজরঙ্গি ভাইজান:
সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান রয়েছে দুই নম্বরে। পাকিস্তান থেকে ভারতে এসে আটকে পড়া মূক এক শিশুকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিতে চাওয়া ওই বজরঙ্গির (সালমান) চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বজরঙ্গি ভাইজান

৩- দৃশ্যম:

অপ্রত্যাশিতভাবে একটি অপরাধে জড়িয়ে পড়া এক পরিবারের গল্প নিয়ে দারুণ রহস্য কাহিনি ‘দৃশ্যম’ রয়েছে তালিকার তিন নম্বরে। ছবিতে ওই পরিবারের প্রধানকর্তার ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন।  দৃশ্যম

৪- দিলওয়ালে:

বছরের প্রায় শেষে এসে মুক্তি পেলেও শাহরুখ খান অভিনীত ‘দিলওয়ালে’ রয়েছে জনপ্রিয়তম ছবির তালিকায় চতুর্থ অবস্থানে। এই ছবিতে ৫ বছর পর এক সময়ের জনপ্রিয় জুটি কাজল ও শাহরুখ একসঙ্গে অভিনয় করেন। দিলওয়ালে

৫- তানু ওয়েডস মানু রিটার্নস:

দর্শকের রায়ে এ বছরের সেরা ছবির তালিকায় পাঁচ নম্বরে আছে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। বিয়ে সংক্রান্ত জটিলতার গল্প নিয়ে হাসির ছবি ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ব্যাপক দর্শক টেনেছে।

৬- গাব্বার ইজ ব্যাক:

দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইন নিজের হাতে তুলে নেন একজন। অপহরণ, ভয় দেখানো, এমনকি হত্যা পর্যন্ত করেন তাদের। অ্যাকশনধর্মী ‘গাব্বার ইজ ব্যাক’ রয়েছে সেরা ছবির তালিকায় ৬ নম্বরে। গাব্বার ইজ ব্যাক

৭- বাজিরাও মাস্তানি:

ঐতিহাসিক চরিত্রদের নিয়ে গল্প ‘বাজিরাও মাস্তানি’। হিন্দু এক রাজার সঙ্গে মুসলিম এক নবাবজাদীর প্রেমের গল্প ‘বাজিরাও মাস্তানি’ জনপ্রিয়তার নিরিখে ৭ নম্বরে আছে। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। বাজিরাও মাস্তানি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি।

৮- মানঝি: দ্য মাউন্টেইন ম্যান: 

নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মানঝি: দ্য মাউন্টেইন ম্যান’ রয়েছে বর্ষসেরা ছবির তালিকায় অষ্টম অবস্থানে। বাইশ বছর ধরে পাহাড় কেটে পথ তৈরি করা এক ব্যক্তিকে নিয়েই ছবিটির গল্প। মানঝি দ্য মাউনটেন ম্যান ছবির পোস্টার

৯- প্রেম রতন ধন পায়ো:

‘লুক অ্যালাইক বা হামশকল’ নিয়ে আরও একটি ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। সালমান খান অভিনীত এই ছবি দর্শকের মতে সেরা দশের মধ্যে নবম। প্রেম রতন ধন পায়ো

১০- ব্রাদারস:

দুই ভাইয়ের পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে ছবি ‘ব্রাদারস’। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা।   ব্রাদারস

 ১১- তালভার:

মেঘনা গুলজারের এ ছবিটি অপরাধ নিয়ে। ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ও কঙ্গনা সেন শর্মা। বেশ ভালো রেটিং নিয়ে ছবিটি ১১ নম্বর তালিকায় আছে।

১২- তামাশা:

বছরের অন্যতম আলোচিত এ ছবিটি তালিকায় আছে ১২ নম্বরে। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এ ছবিটি নিয়ে ব্যক্তিজীবনেও নানা জলঘোলার খবর শোনা যায়। বক্স অফিসেই ভালো ফল করা ছবিটির পরিচালক ইমতিয়াজ আলি। তামাশা

/ইউআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান