X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিনোদনের ১২ মাস

বিনোদন প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৯:০৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২০:৩৬

ঘটনাবহুল বছর ২০১৫। বিনোদনের সব অঙ্গন সমানভাবে ব্যস্ত ছিল। সঙ্গে ছিল কিছু প্রাপ্তির যোগ। তবে ছোট ছোট প্রপ্তির ভিড়ে জমা হয়েছিল কিছু দীর্ঘশ্বাসও। তার বেশিরভাই ব্যবসায়িক। ব্যবসার দিক দিয়ে দেশ বিনোদন অঙ্গনের কোনও বিভাগই সফলতা পায়নি ২০১৫ সাল। এই ব্যর্থতার হার বেশি ছিল সিনেমা ও গান শিল্পে। ব্যবসা থেকে অন্যদিকে তাকালে বিদায়ী বছরটি বেশ সমৃদ্ধ করেছে সাংস্কৃতিক অঙ্গনকে। ছিল নানা আলোচনাও। দেখে নেওয়া যাক এ বছরের ১২ মাসে ঘটে যাওয়া বিষয়গুলো। থাকছে ১২ মাসের সাত-সতেরো-

 

ববিতা জানুয়ারি:
১৬ জানুয়ারি মুক্তি পায় ববিতা অভিনীত ছবি ‘পুত্র এখন পয়সাওয়ালা’। প্রশ্ন এখানেই শুরু। শোনা গেছে এরপর আর ছবিতে অভিনয় করবেন না তিনি।
একই মাসে সপ্তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী, সেরা নবাগত পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। ছবিটি ‘বৃহন্নলা’।

ফেব্রুয়ারি: 
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ও রূপঙ্কর বাগচীর দ্বৈত অ্যালবাম প্রকাশ হয়। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত এ অ্যালবামের সমন্বয় ও গান লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। অ্যালবামের সুর-সংগীত করেন দুই বাংলার জনপ্রিয় সংগীত পরিচালকরা। ‘নীল ঝিনুকের খাম’ অ্যালবামের প্রচ্ছদ

মার্চ:
২৫ মার্চ প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পদক নিয়েছেন নায়করাজ রাজ্জাক। একই মাসে ১৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাম তোলে ‘মৃত্তিকা মায়া’। যা চলচ্চিত্র ইতিহাসে রেকর্ড।

  রাজ্জাক

এপ্রিল:

উপমহাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পী ২০১৫ সালে সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেন। এ উপলক্ষে ১০ এপ্রিল বিশেষ কনসার্ট আয়োজন করা হয়। এতে অংশ নেন ভারতীয় সংগীতশিল্পী কেকে ও পাকিস্তানের ফাওয়াদ খান। রুনা লায়লা। ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন

 মে:
৩০ মে প্রথমবারের মতো ঢাকায় পা দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাড়ুকোন, ঢাকা

জুন:
১৬ জুন ঢাকা এসেছিলেন পরিণীতি চোপড়া। একটি ফ্যাশন শো’র স্টপার হিসেবে তার আগমন। এ অনুষ্ঠান আয়োজকদের নিয়ে বেশ বিতর্কও ছিল।পরিনীত চোপড়া যখন ঢাকার মঞ্চে

জুলাই:

লম্বা বিরতির পর দেশের সংগীতজগত পায় মিলার নতুন অ্যালবাম। নতুন অ্যালবাম ‘আনসেন্সরড’-এর গানগুলো বেশে জনপ্রিয়তা পায়। মিলা ‘নাচো’ গানে

আগস্ট:

১ আগস্ট বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’ ছবির দৃশ্যধারণের জন্য বহুদিন পর ক্যামরায় ফেরেন শাবনূর। ৭ আগস্ট বাংলাদেশে এসেছিলেন বলিউড তারকা দিয়া মির্জা।

সেপ্টেম্বর:

এই মাসের ৮ তারিখে ভারতের টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশের নুসরাত ফারিয়ার বলিউড যাত্রার কথা প্রকাশ করে। সেখানে জানানো হয়, ‘গাওয়াহ্: দ্য উইটনেস’ ছবিতে অভিনয়ের কথা। ছবিতে নুসরাতের বিপরীতে বলিউডের এমরান হাশমির অভিনয় করবেন। চলতি বছরই তিনি ‘আশিকী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের রূপালি পর্দায় আসেন। নুসরাত ফারিয়া

এদিকে চার বছর পর ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সাবেক এই মিস ইউনিভার্সের ঢাকা মাতিয়ে যান।   সুস্মিতা সেন যখন ঢাকায়

অক্টোবর:

১৬ অক্টোবর ভারতে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’। মুক্তির পর বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।  জয়া অভিনীত একটি দৃশ্য নিয়ে খোদ শাকিব খান সমালোচনা করেন। এদিকে অক্টোবর মাসেই হুমায়ূন আহমেদের ছবিতে প্রথমবারের মতো কাজ করার সুযোগ পান মাহিয়া মাহি। জয়া ‘রাজকাহিনী’ ছবিতে

২২ অক্টোবর ছবিটির শ্যুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন এর অভিনেতা রিয়াজ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিক একটিতে রিং পরিয়ে দেওয়া হয়।

নভেম্বর:

২০ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন। তার সঙ্গে ছিলেন জ্যাকুলিন ও সংগীতিশিল্পী কেকে।ঢাকা মাতাচ্ছিলেন হৃাত্বিক

ডিসেম্বর :

১৬ ডিসেম্বর হাজারও শিল্পীর অংশগ্রহণে মানব পতাকা তৈরি করে ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় ছায়ানটের সাড়ে চার হাজার শিক্ষার্থী–শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…