behind the news
Vision  ad on bangla Tribune

কলকাতা আসাম ও ত্রিপুরায়...

বিনোদন রিপোর্ট০৮:৩৫, জানুয়ারি ০২, ২০১৬

মম-শুভ’র ‘ছুঁয়ে দিলে মন’ভারতের কলকাতা, আসাম ও ত্রিপুরার প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুভ-মম জুটির আলোচিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’। সব ঠিক থাকলে ছবিটি সেখানকার দর্শকরা দেখতে পারবেন ৫ ফেব্রুয়ারি থেকে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা'র আওতায় ভারতে রফতানি হচ্ছে বাংলাদেশের ‘ছুঁয়ে দিলে মন'। শিহাব শাহীন পরিচালিত এ ছবিটি সর্বভারতীয় সেন্সরবোর্ড থেকে বানিজ্যিক প্রদর্শনের জন্য সেন্সর সার্টিফিকেট লাভ করেছে এরই মধ্যে।

শিহাব শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুম্বাইতে গত বছর ৩০ নভেম্বর বিকাল ৩টায় সেন্সর শো হয় ছবিটির। ৪ ডিসেম্বর ছাড়পত্রও পাই। ৫ ফেব্রুয়ারি ছবিটি ভারতে মুক্তির প্রস্তুতি চলছে এখন। কলকাতা, আসাম ও ত্রিপুরার ৩০টির মত বাছাইকৃত প্রেক্ষাগৃহে চলবে এটি।'

কলকাতায় ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে পিয়ালি ফিল্মস। মুক্তির ব্যাপারে সহায়তা করছে জিরনা ইন্টারন্যাশনাল। এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং প্রযোজিত ছবিটিতে অভিনয় করছেন আরিফিন শুভ, মম, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। গত বছরের এপ্রিল মাসে দেশে মুক্তি পায় বছরের অন্যতম সফল এ ছবি।

ভারতের ‘বেলা শেষে’ আসছে বাংলাদেশেএদিকে ‘ছুঁয়ে দিলে মন'-এর বিনিময়ে বাংলাদেশে আমদানি হলো কলকাতার ছবি ‘বেলা শেষে'। এটিও সম্প্রতি ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে। এ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একই সময়ে আসছে ফেব্রুয়ারিতে।
সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত এ ছবিতে অভিনয় করেছেন যৌথভাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ছবিটি গত বছর কলকাতায় মুক্তি পায়। যেটি দেখে নিজের টুইটে মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনও।
প্রসঙ্গত, এর আগে বেশকিছু ছবি নানান সময়ে নানান উপায়ে দুদেশে প্রদর্শিত হলেও সাড়া জাগাতে পারেনি একটিও।
/জেডএ/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ