X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্মৃতিকাতর উইনিং সন্ধ্যা এবং ‘বহু-দূরে’

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৬:২২
image

উইনিং-এর ‘বহু-দূরে’ বছরের প্রথম দিনে (শুক্রবার) আবার অ্যালবামে ফিরলো ৯০ দশকের জনপ্রিয়  ব্যান্ড উইনিং। এদিন সন্ধ্যায় ঢাকা ক্লাবের বেঙ্গল লাউঞ্জে মোড়ক উন্মোচন করা হয় অ্যালবামটির। টানা ২০ বছর পর প্রকাশিত ‘বহু-দূরে’ শীর্ষক এ অ্যালবামে ভালবাসা ও প্রকৃতি নির্ভর মোট ১২টি গান স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান চার সদস্য জামান আলী চন্দন(ভোকাল ও গিটার), মোহাম্মদ শামসুন নুর রঞ্জন (ড্রামস ও ভোকাল), এস এম মশিউর রহমান শেলী (বেজ), বিপ্লব আশরাফ (কিবোর্ড)সহ দেশের অন্যতম সংগীত শিল্পী তপন চৌধুরী, ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান, আশিকুজ্জামান টুলু , লাবিব মাহমুদ সহ আরও অনেকে। যারা প্রত্যেকেই নিজ বক্তব্যে, উইনিং প্রসঙ্গে স্মৃতিকাতর হয়ে পড়েন।

এ সময় ব্যান্ডের সদস্য রঞ্জন অ্যালবামটির নামকরন নিয়ে বলেন, ‘‘আজ আমাদের ব্যান্ডের বয়স ৩৩ বছর। দীর্ঘদিনের এ পথ চলায় আমরা আসলে সবাই বহুদূরে চলে গেছি। বন্ধু থেকে বহুদূরে, দেশ থেকে বহুদূরে, গান থেকে বহুদূরে। তারপরেও আমাদের আগের কথা মনে পড়ে। পুরনো সব স্মৃতি মনে পড়ে। আর এ কারণেই অ্যালবামটির নামকরণ করা হয়েছে ‘বহু-দূরে’।’’

গানের রেকর্ডিং প্রসঙ্গ টেনে ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট  চন্দন বলেন, ‘অ্যালবামের কাজটি করতে শুধু ঢাকায় আসতে হয়েছে কয়েকবার। এছাড়া গানের মিক্সিং ও মাস্টারিংয়ের  সব কাজ হয়েছে কানাডায় ওয়ান ফ্রেস স্টুডিওতে।’

তবে আপাতত কোনও কনসার্ট করার পরিকল্পনা নেই বলেও যোগ করেন তিনি।

বহুবছর যাবৎ উইনিং এর সদস্যরা দেশের বাইরে থাকলেও, তারা দেশের অসংখ্য সংগীত শ্রোতার বুকের মাঝে এখনও বেঁচে আছেন বলে মন্তব্য করেন সংগীত শিল্পী তপন চৌধুরী। তিনি বলেন, ‘এতগুলো পছন্দের মানুষকে এক সঙ্গে দেখার চেয়ে আনন্দের আর কি হতে পারে।’

বক্তব্যের শেষে ব্যন্ডদল সদস্যরা অ্যালবামটির বাজারজাতকরন থেকে শুরু করে আয়োজনকারী মিডিয়া এজেন্সি ‘মোর দেন ওয়ার্ডস’ এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বহু দূরে অ্যালবামটি প্রকাশের এই সকল আয়োজন করে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, উইনিং প্রথম দুটি অ্যালবাম শ্রোতাদের জন্য বাজারে এনেছিল ১৯৯১ সালে সেলফ টাইটেল ‘উইনিং’ ও ১৯৯৫ সালে দ্বিতীয় অ্যালবাম ‘অচেনা শহর’ নামে। তৃতীয় অ্যালবাম ‘বহু-দূরে’ মিডিয়া অ্যাজেন্সি মোর দেন ওয়ার্ডস ছাড়াও বাজারজাত করছে আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলিসিমো।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!