X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নো বেড অব রোজেস: ফারুকীর নতুন চিত্রকল্প

মাহমুদ মানজুর
০৩ জানুয়ারি ২০১৬, ২০:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৬

মোস্তফা সরয়ার ফারুকী/ ছবি: সাজ্জাদ হোসেন ‘পিঁপড়াবিদ্যা’র পর প্রায় দুই বছর হতে চললো, শ্যুটিংয়ে নামা হচ্ছে না মোস্তফা সরয়ার ফারুকীর। ঘোষণার মধ্যেই ব্র্যাকেটবন্দী করে রেখেছেন নিজেকে। তাও একসঙ্গে দু’দুটি ছবি। ‘ডুবো শহর’ এবং ‘নো ল্যান্ডস ম্যান’। এরমধ্যে ‘ডুবো শহর’ নিয়ে গেল এক বছর মুখে কুলুপ দিয়েছেন। বলে আসছিলেন, ‘‘ওটা এখন থাক। পরে হবে। আপাতত ‘নো ল্যান্ডস ম্যান’ চিন্তায় বুঁদ হয়ে আছি।’’

না, এটিরও শেষতক কোনও চোখ-কান-নাক দাঁড়াচ্ছিল না। নামি নামি করেও নামা হচ্ছিল না ল্যান্ডে-ভূমিতে কিংবা শ্যুটিংয়ে। ফারকীর ভাষায়, ‘শীত সকালে পুকুরে নামার প্রাথমিক কান্ডের মতোই বিষয়টা।’ সঙ্গে এটাও বললেন, ‘ছবিটি আন্তর্জাতিক প্রজেক্ট হওয়ায় নানা হিসাব-নিকাশ কষতে হচ্ছে আমাদের। ইন্টারন্যাশনাল কাস্টিং, প্রডিউসার- সবমিলিয়ে প্রচুর প্রাথমিক কাজ। তাই এত সময় লাগছে। আশা করছি অক্টোবরের মধ্যে শ্যুটিংয়ে নেমে পড়বো। শীত কেটে যাবে ততদিনে।’

শীত কাটার অপেক্ষায় ‘নো ল্যান্ডস ম্যান’ আরও ন’মাস পিছিয়ে গেলেও (আপাতত) ফারুকীর মাথায় এগিয়ে এসেছে নতুন কিছু। এবং সেটি নিয়ে এই শীতেই কম্বলমুড়ি গরম বিছানা ছাড়ছেন তিনি, ভ্রুক্ষেপ করছেন না কুয়াশার। ঘোষণা দিলেন আরেক ছবির। নাম তার ‘নো বেড অব রোজেস’। গল্পটিও সম্ভবত বাহির-ভূমি (নো ল্যান্ডস ম্যান) থেকে ঘরে-বিছানায় (নো বেড অব রোজেস) ফিরে আসার দৃশ্যকল্পে সাজানো।

থরে থরে সাজানো ফারুকীর নতুন ছবির পান্ডুলিপি ফারুকী বলেন, ‘পান্ডুলিপি তৈরি। দৃশ্য ধরে থরে থরে সাজিয়ে রেখেছি ঘরে। ইংরেজি নামটা ঠিক আছে। তবে এখনও বাংলা খুঁজে পাইনি। পেয়ে যাবো। এখানে থাকবে আমার এবং আপনাদের প্রিয় কিছু অভিনেতা-অভিনেত্রী। তাদের কারও সঙ্গে আগে কাজ করেছি, কারও সঙ্গে প্রথম। কাস্টিং এখনও চলছে। ঠিক হওয়া মাত্র ঘটা করে জানাবো।’
‘নো বেড অব রোজেস’-এর গল্প ধরন সম্পর্কে তিনি বলেন,  ‘‘আমার একটা ছবির সঙ্গে আরেকটার কোনও মিল নেই। স্বাদ ভিন্ন ভিন্ন। তাই একেক ছবিতে একেক ধরনের রেসপন্স ছিল। তার মাঝে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছেছে ‘থার্ড পারসন সিংগুলার নম্বর’ এবং ‘টেলিভিশন’। আমার ধারণা ‘নো বেড অব রোজেস’ সেটাকেও ছাড়িয়ে যাবে। কারণ গল্প আর গল্পের আবেগ মধ্যবিত্তের খুব চেনা। এটা হবে আমার প্রথম ইমোশনাল ড্রামা। এতদিন ঘরের বাইরের গল্প নিয়ে ছবি করেছি, এবার ঘরে ফিরতে চাই এবং এই শীতেই।’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!