behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

ঢাকায় আসছি আমি: কারিনা কাপুর

বিনোদন রিপোর্ট১২:৩৭, জানুয়ারি ০৭, ২০১৬

মঞ্চের কারিনা‘বলিউড কুইন নাইট’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিতে ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন কারিনা কাপুর। দেশে এটা তার প্রথম সফর। খবরটি বেশ চমকদার এবং পুরনোও বটে। এ নিয়ে অধিকাংশ আগ্রহীর মনে শঙ্কাও ছিল এতদিন। কারণ, এমন খবর হরহামেশাই শুনতে পাওয়া যায়, বাস্তবে যার দেখা খুব একটা মেলে না।
তবে এবার সে শংকা পুরো কেটে গেল। কারণ কারিনা কাপুর নিজেই বাংলাদেশি দর্শকদের বিষয়টি নিশ্চিত করলেন। স্পষ্ট ভাষায় নিজ ভিডিও বার্তায় বললেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশি ভক্তদের মাতাতে ঢাকায় আসছি আমি।’
অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ। সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানে কারিনার সঙ্গে আরও থাকবেন জাভেদ আলী ও কণিকা কাপুর। এ প্রসঙ্গে আয়োজক স্বপন চৌধুরী বলেন, ‘এর আগে আমরা শাহরুখ, সালমান, রানী মুখার্জিসহ অনেক বলিউড তারকাকে ঢাকায় এনেছি। সবগুলো ইভেন্টই সফল হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আসছেন কারিনা কাপুর। এখনও টিকিটের দাম নির্ধারণ করা হয়নি। তবে ভেন্যু হবে বসুন্ধরা কনভেনশন সেন্টার, এটা চূড়ান্ত।’
খুব শিগগিরই পুরো আয়োজনের বিস্তারিত জানানো হবে বিভিন্ন প্রচার মাধ্যমে।
কারিনার ভিডিও বার্তা:

/এস/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ