behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

দুই বাংলায় গড়বে নতুন ইতিহাস!

বিনোদন রিপোর্ট১৪:৩৯, জানুয়ারি ১০, ২০১৬

শনিবার এফডিসিতে ‘অঙ্গার’ জুটি ওম-জলিশনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হলো মুক্তি প্রতীক্ষিত ‘অঙ্গার’ ছবির সংবাদ সম্মেলন। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার এ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতার ওম এবং ঢাকার জলি।
আরও ছিলেন এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা, জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ, পরিচালক ওয়াজেদ আলী সুমন, চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু, অভিনয়শিল্পী অমিত হাসান, টাইগার রবি, সংগীত পরিচালক ইমন সাহা ও আকাশ, কন্ঠশিল্পী খেয়া প্রমূখ।
সংবাদ সম্মেলনে বিস্তারিত আলাপ হয় ‘অঙ্গার’ প্রসঙ্গে। সংশ্লিষ্টরা জানান, ‘অঙ্গার’ ছবিটি গত দশ বছরের বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙ্গে দিবে। দুই বাংলায় গড়বে নতুন ইতিহাস! কারণ হিসেবে তারা জানালেন, ছবিটির  গল্প, নির্মাণ, অভিনয়, নাচ, গান, আবহসংগীত- সবমিলিয়ে অসাধারণ ককটেল হয়েছে। যেমনটা গেল দশ বছরে কোনও ছবির বেলায় হয়নি।
ছবিটি দুই বাংলায় একযোগে মুক্তি পাচ্ছে ১৫ জানুয়ারি।
প্রসঙ্গত, মাহি ও নুসরাত ফারিয়ার পর এ ছবির মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া উপহার দিচ্ছে আরেক নতুন নায়িকা জলিকে।
/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ