Vision  ad on bangla Tribune

‘বিয়ে তো সবাই করে, শান্তিতে বাড়ি ফেরে কজন’

বিনোদন রিপোর্ট১৭:৫৯, জানুয়ারি ১৬, ২০১৬

...বিয়ে তো সবাই করে, শান্তিতে বাড়ি ফেরে কজন? আমার যারা ভক্ত আশা করছি তারা আমার সুখি জীবন কামনা করবে...

প্রসূন আজাদ/ ছবি: সাজ্জাদ হোসেনকাকে বিয়ে করতে চলেছেন বাংলাদেশের প্রসূন?- এমন প্রশ্নবোধক শিরোনাম দিয়ে শুক্রবার ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছে ঢাকার ‘লাক্স তারকা’ প্রসূন আজাদের গরমাগরম বিয়ের খবর। যে খবরে প্রসূনের প্রেমিকের নাম-ধাম সব দিয়েছে পত্রিকাটি। জানিয়েছে ‘বিয়ে’ এবং ‘হানিমুনে’র খবরও!

কলকাতার পত্রিকায় এমন চটকদার খবরে ঢাকার মিডিয়া ভিরমি খাওয়ার জোগাড়। প্রশ্ন উঠেছে প্রসূনকে নিয়ে এমন সংবাদ প্রকাশ এবং তার বিয়ে বিষয়ে পত্রিকাটির অতি উৎসাহ প্রসঙ্গে। তবে প্রকাশিত সংবাদকে ফু দিয়ে ইড়িয়ে দেননি প্রসূন। আবার এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্যও করেননি তিনি।

তবে আনন্দবাজার হয়ে ঢাকাই মিডিয়ায় উত্তাপ ছড়ানো এ ‘প্রেম-বিয়ে’র জবাব দিয়েছেন বেশ ঠান্ডা মাথায়। বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে অস্ট্রেলিয়ার সিডনিতে বসে নিজের ফেসবুক ওয়ালে তিনি পরিস্কার করেন তার প্রেম-বিয়ের বিষয়টি। তিনি জানান, ‘মানুষের সম্পর্ক মজবুত করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে। সম্পর্কের পরিণতি প্রকৃতির নিয়মে হয়। আমি আমার সম্পর্কের সম্মান রাখব কিন্তু বিয়ে কখন কবে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না।’

এ প্রসঙ্গে তিনি খানিক মজা করেই বলেন, ‘এমনও তো হতে পারে মোহাইমিন সান(প্রেমিক) এর বিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হয়ে গেল! অথবা আমার বিয়ে হল একজন ঠেলাগাড়ি চালকের সঙ্গে! ফলে আমাদের বিয়ে যদি কপালে লেখা থাকে তখন হবে।’

এদিকে বিয়ের আগে বিষয়টিকে পুরোপুরি ‘কপাল’ আর ‘উপরওয়ালা’র হাতে ছেড়ে দিলেও কথা বলেছেন বিয়ের পরের সময় নিয়েও। সুদূরপ্রসারী প্রসূন বলেন, ‘বিয়ে তো সবাই করে, শান্তিতে বাড়ি ফেরে ক’জন? আমার যারা ভক্ত আমি আশা করছি তারা আমার সুখি জীবন কামনা করবে।’

লাক্স-চ্যানেল আই সুপারস্টার মুখ প্রসূন আজাদের প্রেমিকের নাম মোহাইমিন সান। যিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করছেন। অন্যদিকে প্রসূন সম্প্রতি প্রেমিকের শহরে যোগ দিয়েছেন পরিচালক হিসেবে। শ্যুটিং করছেন ‘কুহেলিকা’ নামের একটি ছবির। ছবিটির মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখালেন তিনি। ধারণা করা হচ্ছে, প্রেমিক সান-এর পূর্ণ সমর্থন নিয়েই সিডনিতে ছবি বানাচ্ছেন প্রসূন। যদিও এ ছবিতে অভিনয় কারা করছেন, শ্যুটিং কবে শুরু-শেষ- এসব তথ্য-প্রমাণ কোনওটাই মিলছে না তার ফেসবুক দেওয়ালে কিংবা ইনবেক্স থেকে। শুধু পাওয়া যাচ্ছে প্রেমিক মোহাইমিনের সঙ্গে অস্ট্রেলিয়ার অন্তরঙ্গ সেলফি!
প্রসূন আজাদ ও তার প্রেমিক মোহাইমিন সান/এমএম/   

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ