behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

আবারও তিনি ধারাভাষ্যকার

বিনোদন রিপোর্ট১৯:৫৪, জানুয়ারি ১৬, ২০১৬

সুবর্ণা মুস্তাফাধারাভাষ্যকার হিসেবে আবারও শ্রোতাদের কাছে হাজির হচ্ছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজের খেলা প্রণবস্তু ও উপভোগ্য করতে টুর্ণামেন্টের অফিসিয়াল রেডিও পার্টনার ‘রেডিও ভূমি এফএম ৯২.৮’ আয়োজন করেছে এক ব্যাতিক্রমধর্মী ধারাভাষ্যের।
খেলা শুরুর আগে, ইনিংস বিরতি এবং খেলা শেষ হওয়ার পর- এ তিন ভাগে বিভক্ত খেলার সেগম্যান্টে কথা বলবেন, আলোচনা ও বিশ্লেষণ করবেন সুবর্ণা মুস্তাফা।
প্রাণবন্ত এ ধারাভাষ্যে খেলার উম্মাদনা বাড়াতে আরও থাকবেন রেডিও ভূমি’র হালের প্রিয়কণ্ঠ মাহফুজ, শামসুল, বোরহান, অমিতাভ, সামি, কামরুজ্জামান, তামান্না প্রমুখ।
এছাড়া রেডিওটির সাপ্তাহিক অনুষ্ঠান ‘সুবর্ণ সময়’ সরাসরিতেও সুবর্ণা মুস্তাফা নিয়মিত অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটির বিষয়বস্তু: কাউকে না বলা কথা বা এখন আমি কি করব। যা নিয়মিত প্রচার হচ্ছে প্রতি শনিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত।
/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ