X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বলিউডে বিনামূল্যে কিছু পাওয়া যায় না’

বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ১৫:৪৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৫:৫৬

কঙ্গনা রানাউত বলিউডে বিনামূল্যে কিছু পাওয়া যায় না। তিরস্কার মেশানো কথাটি বলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ক্যারিয়ারের শুরুতে বলিউড ইন্ডাষ্ট্রির এক ব্যক্তির কাছে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তখনকার দিনগুলোতে কঙ্গনার লড়াইয়ের কথা মাঝেমধ্যেই উঠে আসে তার কথায়।

সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুরে ধরলেন উপস্থিত সবার কাছে। বললেন, ‘এই ইন্ডাস্ট্রিরই একজনের কাছে শারীরিকভাবে হেনস্থা হতে হয়েছিল আমাকে। লোকটা প্রায় আমার বাবার বয়সি! আমার তখন ১৭ বছর বয়স। সে সজোরে আমার মাথায় মেরে রক্ত বের করে দিয়েছিল। আমিও ছেড়ে দেইনি। সেদিন পায়ের চটি খুলে পাল্টা মেরে রক্ত ঝরিয়েছি তার।’

কঙ্গনা আরও বলেন, ‘খুব কঠিন ছিল সেই সময়টা। তবু দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছিলাম’। কঙ্গনা বরাবরই স্পষ্টবক্তা। এর আগে তিনি অভিনেত্রীদের পারিশ্রমিক বাড়ানো নিয়ে সরব হয়েছেন সবার আগে। ফেয়ারনেস পণ্যের বিজ্ঞাপন করার লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বুহবার। কারণ হিসেবে জানিয়েছেন, স্বয়ং তার বোনই অ্যাসিড অ্যাটাকের শিকার। বলিউডে লিঙ্গ বৈষম্যের কথা কঙ্গনাই প্রথম জোর গলায় বলেন।

বলিউডে তিনি যেন একাই লড়াই করে চলেছেন যত অন্যায়ের বিরুদ্ধে। তাইতো তার কণ্ঠে ঝরে এমন কথা, ‘বলিউডে বিনামূল্যে কিছু পাওয়া যায় না। এখানে পা রেখে শারীরিক হেনস্থার পর আমার চোখ খুলে গিয়েছিল। বুঝেছিলাম, বাঁচতে হলে একজন ফাইটার হয়েই বাঁচতে হবে।’

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!