behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

সিনেমায় শচীন

বিনোদন ডেস্ক১৬:৪৪, জানুয়ারি ১৭, ২০১৬

শচীন টেন্ডুলকারসিনেমায় অভিনয় করছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তাও আবার নিজের চরিত্রে নিজেই! এবার কি তবে বড় পর্দাতেও ছক্কা হাঁকাতে চলেছেন এই ক্রিকেট দেবতা? এমন প্রশ্ন আর জল্পনা চলছে ভারতীয় মিডিয়ায়। খবর মিলছে, শচীনের বায়োপিকে তিনি নিজেই অভিনয় করছেন!
চলতি বছরে বলিউডে বইছে বায়োপিক তৈরির হাওয়া। এবার শোনা যাচ্ছে, শচীন টেন্ডুলকারের জীবনী নিয়েও সিনেমা হচ্ছে। এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং শচীনই! ‘ক্রিকেট গড’ আরও জানিয়েছেন, তিনি নিজেই রূপালি পর্দায় আসতে চলেছেন। ছবির কাজও নাকি গত বছর থেকে শুরু হয়ে গেছে!
শচীনকে নিয়ে বায়োপিকের প্রযোজনা করছে মুম্বাইয়ের ‘২০০ নট আউট’। বিজ্ঞাপন দিয়ে শুরু করে স্বল্পদৈর্ঘ্যে ছবিতে হাত পাকালেও ‘২০০ নট আউট’ এবার বেশ বড়সড় প্রজেক্টে হাত দিয়েছে। শচীন বায়োপিকের পরিচালায় থাকছেন লন্ডন নিবাসী জেমস আরস্কাইন।
তবে এখনও পর্যন্ত ছবিটির নাম ঠিক হয়নি বলে জানায় প্রযোজনা সংস্থা।
/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ