behind the news
Vision  ad on bangla Tribune
চলছে শরীরচর্চা সঙ্গে প্রচারণা

ফারিয়ার কলকাতার জীবনচলছে শরীরচর্চা সঙ্গে প্রচারণা

বিনোদন রিপোর্ট১৭:৩৩, জানুয়ারি ২৫, ২০১৬

শ্যুটিং-ডাবিং-মিটিংয়ের জন্য প্রায়শই এখন কলকাতায় থাকতে হচ্ছে নুসরাত ফারিয়াকে। গেল সপ্তাহে ঢাকা ছেড়েছেন ‘হিরো ৪২০’র ডাবিং-এর কাজে। রবিবার পর্যন্ত টানা চলেছে সে কাজ। ভারমুক্ত কণ্ঠে বললেন, ‘যাক, শেষপর্যন্ত ডাবিং শেষ করলাম। মাথা থেকে বড় একটা বোঝা নামলো।’

কলকাতার শরীরচর্চা কেন্দ্রে বক্সার নুসরাত ফারিয়াডাবিং শেষ মানেই নুসরাতের কলকাতার দিন মুক্ত বিহঙ্গ- ঠিক তেমনটা ভাবার সুযোগ নেই। দুই বাংলায় সময়ের আলোচিত নায়িকা বলে কথা। তাইতো ডাবিং শেষ করেই সোমবার সকাল থেকে নেমে পড়লেন ট্রেনার করণকে নিয়ে শরীরচর্চার কাজে। কলকাতা শহরের নামকরা শরীরচর্চা কেন্দ্র ‘দ্য ফিটনেস ফ্যক্টরি’তে ঘাম ঝরিয়েছেন দিনভর।

কলকাতার শরীরচর্চা কেন্দ্রে ট্রেনার করণের সঙ্গে ‘ফাইট’ করছেন নুসরাত ফারিয়াকিন্তু উপলক্ষ কী? হঠৎ এমন কসরত কেন! ফারিয়া ফেসবুক ইনবক্সে বললেন, ‘এটা নতুন কিছু নয়। আই লাভ শরীরচর্চা! যেখানেই থাকি, নিয়ম করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। জিমেও যাই। ঢাকা-কলকাতা ফ্যাক্টর নয়। আমার কাছে শরীর-মন ফিট, তো দুনিটাই ঠিক।’

কলকাতার শরীরচর্চা কেন্দ্রে ট্রেনার করণের সঙ্গে নুসরাত ফারিয়াছবিতে ও কথায় বেশ স্পষ্ট, কলকাতার এ ব্যস্ত জীবনেও শরীরচর্চায় বেশ মনযোগী ঢাকার নুসরাত। কিন্তু কলকাতা থেকে পাঠানো ব্যয়ামের বেশ ক’টি ছবিতে ভিডিও ক্যামেরার উপস্থিতিও লক্ষ করা গেছে। শরীরচর্চা বিষয়ক কোনও ‘ভিডিও টিপস’ এর শ্যুটিং নয় তো! নাকি নতুন ছবির মারপিটের দৃশ্য?

কলকাতার শরীরচর্চা কেন্দ্রে ট্রেনার করণের সঙ্গে নুসরাত ফারিয়া, সঙ্গে শ্যুটিং!ফারিয়া বললেন, ‘আগেই বলেছি জিম নিয়মিত করি। না করতে পারলে অস্থির লাগে। এটা মোটেও কোনও ভিডিও টিপস বা ফাইটের দৃশ্য নয়। তবে আজ (সোমবার) আমার জিমে একরকম সারপ্রাইজের মতোই হাজির হলো ইটিভি নিউজ চ্যানেলের লাইফস্টাইল টিম। তারা আমার লাইফ স্টাইল বিষয়ে কথা বলেছে, সঙ্গে শরীরচর্চার কিছু দৃশ্যও টুকে নিয়েছে ক্যামেরায়। এই যা।’

কলকাতার শরীরচর্চা কেন্দ্রে নুসরাত ফারিয়াএদিকে নুসরাত জানান, ডাবিং শেষে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি চলছে ‘হিরো ৪২০’র প্রমোশনের কাজও। যৌথ প্রযোজনার এ ছবিটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কলকাতায় মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি। তবে ততোদিন সেখানে থাকছেন না তিনি।

জানালেন, ‘ঢাকায় ফিরবো প্রথম ফেব্রুয়ারি।’

কলকাতার শরীরচর্চা কেন্দ্রে নুসরাত ফারিয়া/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ