behind the news
Vision  ad on bangla Tribune

ফুয়াদ-মালার নতুন প্রজেক্ট

বিনোদন রিপোর্ট১৫:২৭, জানুয়ারি ২৮, ২০১৬

ফুয়াদ ও মালা২০০১ সালের প্রবাসী কণ্ঠশিল্পী মালা তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। নাম ‘মালা’। এরপর ২০১৪ সালে আসে ‘একি আজব কারখানা’ নামে তার দ্বিতীয় অ্যালবাম। দুটি অ্যালবামের সুর-সংগীত করেছিলেন ফুয়াদ।
এবার এই জুটি আসছেন নতুন প্রজেক্ট নিয়ে। এটি মালার গাওয়া তৃতীয় অ্যালবাম। আসছে বৈশাখে এটি প্রকাশ হবে বলে জানালেন মালা।
তিনি এখন অস্ট্রেলিয়া আছেন। দেশটিতে যাওয়ার আগে কথা হয় তার সঙ্গে। বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের অ্যালবামের সব গান মৌলিক। গানের কাজ প্রায় শেষ। এখান থেকে কয়েকটি গান ভিডিও তৈরি করা হচ্ছে। আশা করি, বাংলা নববর্ষে এটি প্রকাশ করতে পারব।’
অ্যালবামে গান আছে ৮টি। এটির নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন শিল্পী।
/এম/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ