Vision  ad on bangla Tribune

যে সুন্দরীর দু’চোখ দু’রকমের...

বিনোদন ডেস্ক১৬:৩৫, ফেব্রুয়ারি ০৩, ২০১৬

মিলা
চোখের উপর রীতিমতো গবেষণা! ঘেটে ঘেটে বের করা হয়েছে বিশেষ এক আবিষ্কার। আর এটি হলো, হলিউড অভিনেত্রী মিলা কুনিসের দু’চোখ দু‘রকমের! আরও নির্দিষ্ট করে বললে, তার চোখের মণির রং দুই ধরনের! একটা চোখের মণি সবুজ অপরটি বাদামি।

‘জুপিটার এসেন্ডিং’খ্যাত এই নায়িকার চোখের প্রেমে অনেকেই পড়েছেন। তার কারণটা হয়তো এটাই।

তবে জানা গেছে, মিলার চোখের রং দু’রকমের কারণ। তার হেটেরোক্রোমিয়া ইরিডাম রয়েছে। এটা হলে চোখের মণির রঙে পরিবর্তন আসে। তবে কারও মণির একটা অংশে পরিবর্তন হয়। কিন্তু মিলার ক্ষেত্রে একটি চোখের পুরোটাই পরিবর্তিত হয়েছে। অর্থাৎ বেশ আগে থেকেই হেটেরোক্রোমিয়া ইরিডামে ভুগছেন এ অভিনেত্রী।

অবশ্য অ্যাসটন কুচারের গার্লফ্রেন্ড মিলা কুনিসের চোখের ওপর বিমা করেছেন। তাই এ বিষয়ে হয়তো বাড়তি ঝামেলা না পোহালেও চলবে তার!

সূত্র: জিনিউজ

/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ