X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গায়ক নির্মলেন্দু গুণ

ওয়ালিউল মুক্তা
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৩

কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নির্মাণ করেছিলেন মাসুদ পথিক। এবার গুণের কবিতা নিয়ে আরও একটি চলচ্চিত্র নির্মান করছেন একই পরিচালক। এ ছবির নাম ‘দ্য পোয়েট্রি : কবিগাছ’। আর এতে গুণের কবিতা ‘আমি হয়তো মানুষ নই’ ও সঙ্গে আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ কবিতাটি।

নির্মলেন্দু গুণ শুধু কবিতা নয়। এতে কবি গুণকে পাওয়া যাবে গায়ক হিসেবেও। ছবির একটি গানের কণ্ঠে ও পর্দায় পাওয়া যাবে তাকে। ‘আমি হয়তো মানুষ নই’ কবিতাটাই গানের সুরে গাইবেন কবি। এটির সুর করেছেন পরিচালক মাসুদ পথিক।

তিনি বলেন, ‘‘ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে চলতি বছরের নভেম্বরে। এর আগেই গানসহ বেশ কিছু কাজ শেষ করা হবে। সম্প্রতি ‘আমি হয়তো মানুষ নই’ কবিতা থেকে গানের সুর করেছি। রেকর্ডিং হবে শিগগিরই।’’

এদিকে পরিচালক জানালেন, মে মাস থেকে তার নতুন ছবি ‘মায়া’র কাজ শুরু হবে। এজন্য তিনি চলতি সপ্তাহেই কলকাতায় যাচ্ছেন। কারণ এ ছবিতে কলকাতার একজন অভিনেত্রীকে অভিনয়ে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করবেন।

এছাড়া তিনি আরও একটি ছবির কাজ শুরু করবেন চলতি বছরেই। এটির নাম ‘চাষার পুত’।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)