X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ওম-ফারিয়ার ‘হিরো ৪২০’

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একটা বিকাল

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৫

বিষয়টি অন্যরকম। শহরের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কয়েক ঘন্টা খোলা আকাশের নিচে কাটানো। সঙ্গে নতুন ছবির অডিও অ্যালবাম প্রকাশ। ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি সবাইকে আগেই জানান দিয়েছেন ‘হিরো ৪২০’ জুটি ওম-ফারিয়া।

নুসরাত ফারিয়া, ওম এবং সৈকত নাসির আজ রবিবার বিকাল ৪টা নাগাদ মহাখালী টিঅ্যান্ডটি ওয়্যারলেস মাঠে হাজির এ জুটি। সঙ্গে অগুনতি সুবিধাবঞ্চিত শিশু। মুহূর্তেই যেন শিশুদের সঙ্গে মিশে গেলেন ওম আর ফারিয়া। তুললেন সেলফি, গাইলেন গলা ছেড়ে গানও। সঙ্গে ছিলেন ছবিটির বাংলাদেশী পরিচালক সৈকত নাসির।

নুসরাত ফারিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ভিন্ন মাত্রার এমন উদ্যোগের সঙ্গে ছিল ‘উই ফাউন্ডেশন’ এবং ‘হ্যালো ইভেন্টস’।

তিনি বলেন, ‘শিশুদের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসা অবিশ্বাস্য। আমি এবং ওম বিকাল ৪টা নাগাদ মাঠে এসে বিস্মিত হয়েছি। বাচ্চাদের সঙ্গে কথা বলে, ছবি তুলে, নেচে-গেয়ে দারুণ একটা বিকাল কাটাচ্ছি আমরা। আমার মনে হয়না, দুই বাংলার কোনও ছবির অডিও অ্যালবাম প্রকাশনা এমন ভিন্ন উপায়ে আদৌ হয়েছে। এরজন্য আমি সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ কলকাতায় মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি আর বাংলাদেশে মুক্তি পাবে আগামী ১৯ ফেব্রুয়ারি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবিটিতে নুসরাত ফারিয়া ও ওমের পাশাপাশি আছেন রিয়া সেনও। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির ও ভারতের সুজিত মণ্ডল।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল