behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

আবার আসছে ‘বৈকুণ্ঠের খাতা’

বিনোদন রিপোর্ট১৫:০০, ফেব্রুয়ারি ১২, ২০১৬


বৈকুণ্ঠের খাতা২০১১ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে লোক নাট্যদল (বনানী) মঞ্চে এনেছিল নাটক ‌'বৈকুণ্ঠের খাতা'। টানা ১৪টি মঞ্চায়নের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এটি।
কারণ হিসেবে জানা গিয়েছিল, অন্যতম প্রধান এক শিল্পীর সড়ক দুর্ঘটনাজনিত অসুস্থতা। নাটকটির আবারও মঞ্চায়ন শুরু হচ্ছে আগামী শনিবার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এটি মঞ্চায়ন হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।
বৈকুন্ঠের খাতা নাটকে অভিনয় করছেন - জাহিদুর রহমান পিপলু, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, আনোয়ার কায়সার, তানজিনা রহমান, তৌহিদুল ইসলাম, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সুধাংশু নাথ, নাদিত নূর চৌধুরী জাদু প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা- জাহিদুর রহমান পিপলু, পোষাক পরিকল্পনা- কামরুন নূর চৌধুরী, আবহ সংগীত- মুজাহিদুল হক লেনিন, আলো- জি এম সিরাজুল হোসেন, মঞ্চ ব্যবস্থাপনা- সুধাংশু নাথ এবং প্রযোজনা অধিকর্তা- আনোয়ার কায়সার।
দলের এ ২৫তম প্রযোজনাটির পৃষ্ঠপোষকতায় আছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।বৈকুণ্ঠের খাতা (2)

/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ