behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

শুভর ভালোবাসা!

বিনোদন রিপোর্ট০০:০০, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

শুভডি রকস্টার শুভ এখন থাকেন অস্ট্রেলিয়া। এবার দেশে এসেছেন ঝটিকা সফরে। এরমধ্যেই ভালোবাসা দিবস নিয়ে নতুন গান তৈরি করেছেন। আর এটি প্রকাশ হবে ১৩ ফেব্রুয়ারি রাতে। চলতি মাসের ১৬ তারিখে আসবে এর ভিডিও।
শুভ জানালেন, গানের নাম 'ভালোবাসার এই দিনে‌'। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতে আছেন আমজাদ হোসেন। সুর করেছেন শুভ নিজেই।
শুভ বলেন, ‌'‌'আমি ১৮ ফেব্রুয়ারি আবার অস্ট্রেলিয়া যাব। এরমধ্যেই দ্রুত কিছু কাজ করেছি। 'ভালোবাসার এই দিনে‌' গানটি এর মধ্যে অন্যতম। এটির বিপণন ও পরিবেশনায় থাকবে ই-টিউনস।''
এদিকে শুভ জানালেন, ডিজে রাহাতের একটি প্রকল্পে কাজ করছেন তিনি। শুরু করেছেন নিজের চতুর্থ অ্যালবামের কাজও।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে টানা চারটি কনসার্টে অংশ নেবেন ২০০৮ সালের সাউথ এশিয়ান সুপারস্টার বিজয়ী এ তারকা।


/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ