behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

দেখা মিললো না প্রসেনজিৎ-কুসুমের

১৬:২৬, ফেব্রুয়ারি ১৬, ২০১৬

‘শঙ্খচিল’ ছবির প্রথম পোস্টারগৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‌'শঙ্খচিল'-এ আছেন বাংলাদেশের কুসুম শিকদার ও ভারতের প্রসেনজিৎ।


সবকিছু ঠিক থাকলে ছবিটি এপ্রিলেই মুক্তি পাবে। এর আগে রবিবার প্রকাশ হলো ছবিটির প্রথম পোস্টার। যে পোস্টারে নেই প্রসেনজিৎ-কুসুম।

মূলত পোস্টারে ব্যবহার করা হয়নি তাদের কোনও মুখছবি। এক কিশোরীকে কাঁধে নিয়ে সবুজ প্রান্তরে ছুটছেন একজন পুরুষ। দুজনের একজনেরও মুখ দেখা যায়নি, আছে পিঠ। অনেকেই ধারণা করছেন, এখানেই গৌতম ঘোষের ক্যারিশমা।

ছবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আরও যেসব শিল্পী থাকছেন- উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায়।

এর শ্যুটিং হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি ও বাংলাদেশের কয়েকটি স্থানে।

এতে দেখা যাবে, ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প।

বাংলাদেশ থেকে এই ছবির প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম এবং এর পরিবেশক সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ভারতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।

/এম/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ