X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আবারও টেইলর সুইফট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯

টেলন সুইফট. লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডে অ্যালবাম অব দ্য ইয়ারের সম্মান পেয়েছে টেইলর সুইফটের ‘১৯৮৯’। তিনিই প্রথম নারী শিল্পী যিনি একাধিকবার এই পুরস্কার জিতেছেন।
পুরস্কার নেওয়ার সময় মঞ্চে উঠে তিনি বলেন, ‘দুইবার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জেতা প্রথম নারী শিল্পী হিসেবে তরুণ নারীদের বলতে চাই, আপনাদের সাফল্যকে খাটো করে, আপনার কাজের কৃতিত্ব চুরি করে নেওয়ার লোকের অভাব হবে না। কিন্তু যদি মন দিয়ে নিজের কাজটা করে যান, একদিন দেখবেন চারপাশে ওইসব মানুষের চিহ্নও নেই। যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে সুযোগ্য স্থানেই অধিষ্ঠিত করবে। সেই অনুভূতির কোনও তুলনা নেই।’
বরাবরের মতোই এবারও অনেকেই পেয়েছেন একাধিক পুরস্কার। যেমন অ্যালাবামা শেকস পুরস্কার পেয়েছেন তিনটি ক্যাটাগোরিতে।
তবে এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি শিরোপা ঘরে নিয়ে যাওয়ার রেকর্ড করেছেন র‍্যাপার কেনড্রিক লামার। তিনি পেয়েছেন মোট পাঁচটি পুরস্কার।
জাঁকজমকপূর্ণ এই উৎসবে সংগীত পরিবেশন করেছেন টেইলর সুইফট নিজেও। তিনি ছাড়াও অ্যাডেলে, জাস্টিন বিবার, লেডি গাগাসহ অনেকেই গেয়েছেন মঞ্চ আলো করে। মূল ক্যাটাগরিগুলোর পাশাপাশি অন্য অনেক পুরস্কারও দেওয়া হয়ে থাকে গ্র্যামিতে। যেমন অ্যামি ওয়াইনহাউজের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র পেয়েছে বেস্ট মিউজিক ফিল্ম অ্যাওয়ার্ড।  

টেলন সুইফট


সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া, বিবিসি

/ইউআর/এম/  

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য