Vision  ad on bangla Tribune

সেনানিবাসে টুটুল পড়শী প্রতীকের গান

বিনোদন রিপোর্ট১৬:১০, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

পড়শী, এস আই টুটুল ও প্রতীক (ঘড়ির কাটার দিক করে)বৃহস্পতিবার একই মঞ্চে দেখা যাবে সংগীতশিল্পী এস আই টুটুল, পড়শী ও প্রতীক হাসানকে। তিনজন গাইবেন কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায়। নাম ‘বসন্তে স্বপ্নীল সন্ধ্যা’।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা অঞ্চল এবং এটিএন ইভেন্টস-এর যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। এতে সংগীত ছাড়াও থাকবে নৃত্যসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করবেন কুমিল্লা সেনানিবাসের কয়েক হাজার সেনা কর্মকর্তা, সদস্য ও তাদের পরিবারবর্গ।
জানা গেছে, এটি উপস্থাপনায় থাকবেন লোপা হোসাইন ও ইসরাত পায়েল। মুকাদ্দেম বাবু ও আবদুস সাত্তারের যৌথ প্রযোজনায় পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে, এটিএন বাংলার পর্দায়।
/এমআই/এম/

লাইভ

টপ