behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune
'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' আর ‌'জোম্বি' একসঙ্গে!

ঢাকায় আসছে'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' আর ‌'জোম্বি' একসঙ্গে!

বিনোদন রিপোর্ট১৪:০৯, ফেব্রুয়ারি ১৮, ২০১৬‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ’জেন অস্টেনের ধ্রুপদি উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর সঙ্গে জোম্বির মিশেলে নির্মিত চলচ্চিত্র ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ’।
৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি এবার ঢাকায় আসছে। শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।
১৮১৩ সালে প্রকাশিত হয় জেন অস্টেনের উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’। অস্টেনের মূল কাহিনীর সঙ্গে এ ছবিতে মিশিয়ে দেওয়া হয়েছে জোম্বি।
বার স্টিয়ারস পরিচালিত এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ‘সিন্ডারেলা’খ্যাত লিলি জেমস। আরও অভিনয় করেছেন স্যাম রাইলি, জ্যাক হাস্টন, ডগলাস বুথ, ম্যাট স্মিথ, চার্লস ড্যান্স প্রমুখ। গত বছর মুক্তি পাওয়া ‘সিন্ডারেলা’ ছবিতে নজরকাড়া অভিনয় করে হলিউড অঙ্গনে নতুনভাবে আলোচনায় এসেছেন লিলি জেমস। অনেকের মতে, এ ছবিতে নিজেকে ছাড়িয়ে আরও একধাপ এগিয়ে গেছেন লিলি।
এর আগে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ বিশ্বব্যাপী দর্শক-সমালোচকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল। প্রায় ১২১ মিলিয়ন ডলার আয়ের পাশাপাশি ছবিটি ৭৮তম অ্যাকাডেমি অ্যওয়ার্ড-এ (অস্কার) ৪টি বিভাগে মনোনয়ন পেয়েছিল সেই ছবিটি।
/এমআই/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ