behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

বিপাশা-করণের বিয়ে মার্চে

বাংলা ট্রিবিউন ডেস্ক১৪:২৮, ফেব্রুয়ারি ১৯, ২০১৬

হলিউড-বলিউডে যখন ডিভোর্স আর ব্রেকআপের জোয়ার চলছে, সে সময়েই বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।

বিপাশা বসু ও করণ সিং গ্রোভারপিঙ্কভিলার এক প্রতিবেদনে প্রকাশ, আগামী মাসেই বাগদান সম্পন্ন করতে কোর্টে যাচ্ছেন এই যুগল।

এর আগে এই দুজনের সম্পর্ক নিয়ে নানা ফিসফাসফিস শোনা গেলেও তারা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে সামাজিক মাধ্যমে তাদের নানা তৎপরতায় এটা বেশ বোঝা যাচ্ছিল, এই সম্পর্ক বেশ ঘনীভূত হয়ে উঠেছে।

ফিল্মফেয়ারের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে করণ সিং স্বীকারও করেছেন সে কথা। তিনি বলেন, ‘আমরা দুজন যথেষ্ট ঘনিষ্ঠ। আমরা পরস্পরের সঙ্গ উপভোগ করছি।’  

সূত্র – টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ