Vision  ad on bangla Tribune

সাজু খাদেমের প্রথম বিজ্ঞাপন

বিনোদন রিপোর্ট১৮:৩৮, ফেব্রুয়ারি ১৯, ২০১৬

সাজু খাদেমপ্রায় ২০ বছরের অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম কোনও বিজ্ঞাপনের মডেল হলেন সাজু খাদেম! ভাবা যায়? তার ভাষায়, ‘দীর্ঘ দীর্ঘ বিরতির পর এটাই আমার অভিনয় জীবনের প্রথম বিজ্ঞাপন। কদিন আগেও ভেবেছি, আমাকে বোধহয় কেউ আর মডেল হিসেবে সিলেক্ট করবে না!’

সাজু খাদেমের এমন ভাবনাকে মিথ্যে প্রমাণ করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শুক্রবার থেকে সাজু খাদেমকে নিয়ে নেমে পড়েছেন একটি ব্যয়বহুল বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। রাজধানীর রোজ গার্ডেন শ্যুটিং হাউজে চলছে কাজ। চলবে আরও দুই দিন।

নির্মাতা রাজ জানান, এটি একটি বিজলী ক্যাবল (বিদ্যুতের তার) এর বিজ্ঞাপন চিত্র। যেখানে সাজু খাদেমকে তুলে ধরা হয়েছে বিপদের বন্ধু হিসেবে। বিজ্ঞাপন চিত্রের একটি দৃশ্যে দেখা যাবে, চলছে বধূবরণ অনুষ্ঠান। তারের ত্রুটির কারণে চলে গেছে বিদ্যুৎ। পলকে চলে এলেন সাজু খাদেম। কয়েক মিনিটে আবার আলোকিত করে দিলেন পুরো বিয়ে বাড়ী।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এই বিজ্ঞাপনে সাজু খাদেমকে আমরা তুলে ধরছি বাংলাদেশের জেমস বন্ড হিসেবে।’ অন্যদিকে সাজু খাদেম বলেন, ‘শেষ পর্যন্ত রাজ আমাকে মডেল বানিয়েছেন। এর জন্য ভালো লাগছে। তার সঙ্গে নাটকে অনেক কাজ করেছি। বিজ্ঞাপনেও অভিষেক ঘটলো তার মাধ্যমে। আশা করছি উই কিপ ইট আপ।’

/এমএম/

লাইভ

টপ