behind the news
Vision  ad on bangla Tribune

অভিনয়ে বিরতি নিচ্ছেন এমা!

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:০০, ফেব্রুয়ারি ২২, ২০১৬এমা ওয়াটসন...জাতিসংঘের শুভেচ্ছা দূত ও লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে বেশ সরব হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। এবার অভিনয় থেকে বিরতি নিচ্ছেন পাক্কা এক বছরের জন্য।
আর এই বিরতির পেছনে কারণ- তিনি বই পড়বেন! তাও সাধারণ বই নয়, নিজের আগ্রহের জায়গা নারীবাদ নিয়ে পড়াশোনা করতে চান এমা।
তিনি বলেন, ‘নিজের জন্য প্রতি সপ্তাহে একটি করে বই পড়ে শেষ করতে চাই। আর আমার বই ক্লাবের পক্ষ থেকে মাসে একটি করে বইও পড়তে হবে আমাকে।’
২৫ বছর বয়সী এ তারকা আরও জানান, নিজের আগ্রহে ও ইউএনের পক্ষ থেকে নারী অধিকারের জন্য প্রচারণার যে কাজে তিনি নেমেছেন, বই পড়াটা তারই অংশ।
নিজের উন্নতির জন্য, নারী অধিকারের পক্ষে সোচ্চার হয়ে কাজ করে যাওয়ার জন্য এক বছরের বিরতি নিয়ে বইয়ের মধ্যে ডুবে যেতে চান ‘হ্যারি পটার’খ্যাত এই তারকা।
সূত্রঃ হিন্দুস্থান টাইমস
/ইউআর/এম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ