Vision  ad on bangla Tribune

রাজস্থানে ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’

বিনোদন রিপোর্ট১৬:১৬, ফেব্রুয়ারি ২২, ২০১৬

চিত্রাঙ্গদাভারতের রাজস্থানে আয়োজিত আন্তর্জাতিক নাট্য ও লোক উৎসব ‘রং রাজস্থান-২০১৬’তে নাটক মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদল। এতে তাদের অন্যতম দুই প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী হবে।
রাজস্থানের জয়পুরে বিখ্যাত জওহর কলাকেন্দ্রে আগামী ২৮ তারিখ ‘ত্রিংশ শতাব্দী’ ও ২৯ ফেব্রুয়ারি ‘চিত্রাঙ্গদা’-র প্রদর্শনী থাকছে। রবীন্দ্রনাথ ঠকেুরের গীতিনাট্য ‘চিত্রাঙ্গদা’ আর বাদল সরকারের মূলরচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। এটির প্রেক্ষপট দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণ তথা পরবর্তীতে নানা যুদ্ধ-অনাচার-গণহত্যার বিষাদময় পরিণতি।
অন্যদিকে, মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’।
জানা গেছে, উৎসবে অংশ নিতে আগামী বুধবার পঁচিশ সদস্যসের একটি দল রাজস্থানের উদ্দেশে রওনা দেবে।  নাটক দুটি মঞ্চায়নের পর তারা দেশে ফিরবে।ত্রিংশ শতাব্দী

/এমআই/এম/

লাইভ

টপ