behind the news
Vision  ad on bangla Tribune

ব্র্যাড পিটের বিপরীতে দীপিকা?

বাংলা ট্রিবিউন ডেস্ক১৫:১২, ফেব্রুয়ারি ২৩, ২০১৬

দীপিকা পাড়ুকোন ও ব্র্যাড পিটহলিউড স্টার ব্র্যাড পিটের বিপরীতে বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে কেমন মানাবে কখনও ভেবে দেখেছেন কি?
হলিউডে পা রেখেই ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ‘পিকু’খ্যাত ৩০ বছর বয়সী অভিনেত্রী দীপিকা। বিষয়টি নাকি সত্য, এমনটাই ঘটতে যাচ্ছে।
ভারতীয় সাইট পিঙ্কভিলার তথ্য যদি সঠিক হয়, তাহলে তাদের পাশাপাশি দেখা যাবে চলচ্চিত্রের ফ্রেমে।
সাইটটির এক প্রতিবেদনে বলা হয়, ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজে’র শ্যুটিং এ ব্যস্ত দীপিকা ইতোমধ্যেই আরেকটি হলিউড ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সই করে ফেলেছেন। সেই ছবিতে তার বিপরীতে আছেন ব্র্যাড পিট।
এদিকে ‘ট্রিপল এক্সঃ রিটার্ন অব জ্যান্ডার কেজে’র কাজে বলিউডের এ অভিনেত্রী এখন কানাডায় অবস্থান করছেন। ছবিতে তার সহশিল্পী ভিন ডিজেল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/ইউআর/এম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ