Vision  ad on bangla Tribune

‘বেলাশেষে’র সঙ্গে ঢাকায় ‘বেপরোয়া’

বিনোদন রিপোর্ট০০:০৮, ফেব্রুয়ারি ২৪, ২০১৬বেলাশেষে ও বেপরোয়াশোনা গিয়েছিল, ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় বাংলা ছবি ‘বেলাশেষে’। এবার মুক্তির তালিকায় যুক্ত হয়েছে নতুন আরও একটি কলকাতার ছবি। এর নাম ‘বেপরোয়া’।


‘বেপরোয়া’ বাংলাদেশে পরিবেশন করছে খান ব্রাদার্স। প্রতিষ্ঠানের প্রধান সাইফুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
‘বেলাশেষে’তে অভিনয় করেছেন কলকাতার বর্ষীয়ান অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। ৩০ বছর পর তারা জুটিবদ্ধ হয়েছেন এ ছবির মাধ্যমে। এটির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
কলকাতায় ছবিটি টানা ২১৬ দিন দেখানো হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ।
বিনিময় পথার এ আমাদানির বিপরীতে একই দিনে বাংলাদেশের ছবি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় মুক্তি পাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মম।
এদিকে ‘বেপরোয়া’ ছবিতে অভিনয় করেছেন নবাগত সূর্য ও পাপড়ি। এর পরিচালক পীযূষ সাহা। ছবিটি গত বছরের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। এটির বিপরীতে কলকাতায় এর আগে বাংলাদেশের জাকির হোসেন রাজুর ‘মা আমার স্বর্গ’ ছবিটি মুক্তি পেয়েছিল।


/এমআই/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ