X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘শঙ্খচিল' মুক্তি ১৫ এপ্রিল: ঢাকায় গৌতম

ওয়ালিউল মুক্তা
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৬



কুসুম শিকদার ও প্রসেনজিৎ শঙ্খচিল। খ্যাতনামা পরিচালক গৌতম ঘোষের নতুন ছবি। জানা গেল, ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ এপ্রিল এটি দুই বাংলায় মুক্তি পাবে। 
আর এ কারণে ছবির পরিচালক গৌতম আজ (বুধবার) দুপুর ১টায় ঢাকায় এসেছেন। ছবিটির নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলেনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন গৌতম ঘোষ। এর মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। 
ইমপ্রেস জানায়, ছবিটি সরাসরি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। আর এ কারণেই এ সংবাদ সম্মেলন। 
যৌথ প্রযোজনার ছবি ‌'শঙ্খচিল'-এ অভিনয় করেছেন বাংলাদেশের কুসুম শিকদার ও ভারতের প্রসেনজিৎ। ছবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আরও যেসব শিল্পী থাকছেন- উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায়।
এতে দেখা যাবে, ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প। এর শ্যুটিং হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি ও বাংলাদেশের কয়েকটি স্থানে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রকাশ হয় ছবিটির প্রথম পোস্টার। মূলত পোস্টারে আছে এক কিশোরীকে কাঁধে নিয়ে সবুজ প্রান্তরে ছুটছেন এক পুরুষ।

বাংলাদেশ থেকে এই ছবির প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম এবং এর পরিবেশক সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ভারতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা। ছবিতে কুসুম, প্রসেনজিৎ ও গৌতম

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!