X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪

সেরা অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী মৌসুমী ও মিম

মাহমুদ মানজুর
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৫

চূড়ান্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ এর তালিকা। ২৪ ফেব্রুয়ারি তথ্যমন্ত্রনালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায় এবার মোট ২৬টি বিভাগে প্রদান করা হবে এ পুরস্কার।

বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তালিকাটি প্রকাশ করা হলো:

ফেরদৌস, মৌসুমী, মিম ও জেমস
আজীবন সম্মাননা: যৌথভাবে সৈয়দ হাসান ইমাম ও রাণী সরকার

শ্রেষ্ঠ চলচ্চিত্র: ‘বৃহন্নলা’, প্রযোজক মুরাদ পারভেজ

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘গাড়িওয়ালা’, প্রযোজক আশরাফ শিশির

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: জাহিদুর রহিম অঞ্জন, ‘মেঘমল্লার’

শ্রেষ্ঠ অভিনেতা: ফেরদৌস আহমেদ, ‘এক কাপ চা’

শ্রেষ্ঠ অভিনেত্রী: যৌথভাবে মৌসুমী (তারকাঁটা) ও বিদ্যা সিনহা মিম (জোনাকীর আলো)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: ডা. এজাজ ইসলাম, ‘তারকাঁটা’

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: চিত্রলেখা গুহ, ‘একাত্তরের মা জননী’

শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্র: তারেক আনাম খান, ‘দেশা দ্য লিডার’

শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে: মিশা সওদাগর, ‘অল্প অল্প প্রেমের গল্প’

শ্রেষ্ঠ শিশুশিল্পী: আবির হোসেন অংকন, ‘বৈষম্য’

শ্রেষ্ঠ শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মারজান হোসাইন জারা, ‘মেঘমল্লার’

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ড. সাইম রানা, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

শ্রেষ্ঠ গায়ক: মাহফুজ আনাম জেমস (পতাকাটা খামচটাতে), ‘দেশা দ্য লিডার’।

শ্রেষ্ঠ গায়িকা যৌথভাবে: রুনা লায়লা (প্রিয় তুমি সুখি হও) ও মমতাজ (নেকাব্বরের মহাপ্রায়াণ)

শ্রেষ্ঠ গীতিকার: মাসুদ পথিক, ‘নেকাব্বরের মহা প্রয়াণ’

শ্রেষ্ঠ সুরকার: বেলাল খান, ‘নেকাব্বরের মহা প্রয়াণ’

শ্রেষ্ঠ কাহিনিকার: মুরাদ পারভেজ, ‘বৃহন্নলা’

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: সৈকত নাসির, ‘দেশা দ্য লিডার’

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: মুরাদ পারভেজ, ‘বৃহন্নলা’

শ্রেষ্ঠ সম্পাদক: তৌহিদ হেসেন চৌধুরী, ‘দেশা দ্য লিডার’

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: মারুফ সামুরাই, ‘তারকাঁটা’

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: মোহাম্মদ হোসেন জেমী, ‘বৈষম্য’

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রতন পাল, ‘মেঘমল্লার’

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: কনক চাঁপা চাকমা, ‘জোনাকীর আলো’

শ্রেষ্ঠ মেকআপম্যান: আব্দুর রহমান, ‘নেকাব্বরের মহা প্রয়াণ’ রাণী সরকার ও সৈয়দ হাসান ইমাম

/এমএম/  

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!