behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে রুনা লায়লা

বিনোদন রিপোর্ট২০:০২, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

ভারতের বিশেষ কোনও সাংস্কৃতিক আয়োজন কিংবা টিভি অনুষ্ঠান মানেই সেখানে সংগীত কিংবদন্তি রুনা লায়লার রাজকীয় উপস্থিতি। তারই ধারাবাহিকতায় এবার তিনি আমন্ত্রণ পেয়েছেন বাংলার ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে। 

রুনা লায়লা ও সৌরভ গাঙ্গুলিসৌরভের উপস্থাপনায় জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র বিশেষ পর্বের অতিথি হিসেবে ঢাকায় এসেছে আমন্ত্রণপত্রটি। অনুষ্ঠানের বিশেষ একটি পর্বের বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে উপমহাদেশের কিংবদন্তি এ সংগীতশিল্পীকে।

এ অনুষ্ঠানের শ্যুটিংয়ে অংশ নিতে ২৯ ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশে উড়াল দেবেন রুনা। বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘‘সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানের বিশেষ পর্বে অংশগ্রহণ করতে ২৯ ফেব্রুয়ারি কলকাতা যাচ্ছি।’’

/এস/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ