X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মারিয়া যখন ফারিয়া!

সুধাময় সরকার
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৬

দুই বোন, ফারিয়া ও মারিয়া নুসরাত ফারিয়া। রূপালি পর্দায় এখন বেশ সাবলীল; অভিনয় এবং অঙ্গসজ্জায়। টিভি অনুষ্ঠানেও তাকে পাওয়া গেছে বেশ আধুনিক উপস্থাপনায়। সরল বিবেচেনায়, গ্ল্যামার অঙ্গনে তিনি এলেন আর জয় করলেন। নিজেকে ছড়ালেন দেশের বাইরেও। খবর মিলছে টলিউডে এখন তার বেশ দাপট। বিশেষ করে সর্বশেষ মুক্তি পাওয়া ‘হিরো ৪২০’ ছবিটির বাণিজ্যিক ফলাফল ভালোই। যেখানে তার সাহসী (পোশাক বিভাগে) এবং সাবলীল (অভিনয় বিভাগ) উপস্থিতি নজর কেড়েছে সবার।


আর সেই ছবিটাই গত শুক্রবার রাজধানীর এক প্রেক্ষাগৃহে দল বেঁধে দেখতে গেলেন ফারিয়ার বড় বোন মারিয়া ও তার বন্ধুরা। এদিন প্রেক্ষাগৃহে উপস্থিত অনেকেই ফারিয়ার বোন মারিয়াকে দেখে বিভ্রমে পড়েছেন। নিশ্চিত ভেবেছেন, বাস্তবে এমন ফুলহাতা জামা আর হিজাব অথচ পর্দায় পুরোটাই উল্টো কেন নুসরাত ফারিয়া! সেই প্রেক্ষাগৃহে তোলা মারিয়ার তোলা গ্রুপ সেলফি ফেসবুকে প্রকাশের পর একই গোলক ধাঁধাঁয় পড়েছেন নুসরাত ফারিয়ার অন্তর্জালকেন্দ্রিক ভক্তরা। মারিয়ার সেলফি দেখে তাদের একটাই প্রশ্ন- ‘এ কোন ফারিয়া!’ 

এ প্রসঙ্গে ফারিয়া বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘মারিয়া আমার বড় বোন। দুজন ‌‘কপিক্যাট’। আমার সবচেয়ে কাছের বন্ধুও সে। তাকে দেখে অনেকেই প্রথমে ভাবে বোধহয় সে জন আমি। বিষয়টি বেশ উপভোগ করি। সেদিন যমুনা ফিউচার পার্কে মারিয়া তার বন্ধুদের নিয়ে আমার ছবিটা দেখল। সেখানেও এমন অনেক ঘটনা ঘটেছে। অনেকেই ধরে নিয়েছে, আমি হয়তো লুকিয়ে হিজাব পরে ছবিটি দেখতে এসেছি।’

অথচ বাস্তবতা কিন্তু পুরোটাই উল্টো। নায়িকা নুসরাত ফারিয়ার জন্ম এবং বেড়ে ওঠা শহরের এক রক্ষণশীল সম্ভ্রান্ত পরিবারে। যেখানে ধর্মীয় অনুশাষন মেনেই চলেন পরিবারের সব সদস্য। পোশাক-আশাকেও রয়েছে ‘হিজাব’কেন্দ্রিক নান্দনিক আচার। ফলে প্রথম থেকেই বেশ বেগ পেতে হয়েছে ফারিয়াকে, পারিবারিক নিয়ম ভাঙার দায়ে।

‘হিরো ৪২০’ দেখার আগে মারিয়া ও তার বন্ধুদের সেলফি কেমন ছিল সেই স্রোতের বিপরীতে হাঁটার দিনগুলো? ফারিয়া বলেন, ‘‘সে আর বলতে! একটু কাঠ-খড় তো পুড়েছেই। আমি আসলে অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তখন নিজেকে প্রমাণ করেছি পরিবারের কাছে। একটা সময় বাবা-মা-ভাই-বোন অনুধাবন করেছেন, আমি যা করছি সেটা শতভাগ সততা আর সাবলীলভাবেই করছি। বাবা-মা আমার প্রথম ছবি ‘আশিকী’ হলে গিয়ে একসঙ্গে দেখেছেন। বাবা এখন অসুস্থ, তাই মাও ‌'হিরো ৪২০' ছবিটি দেখতে পারেননি।’’

‘হিরো ৪২০’ দেখার পর মারিয়া ও তার বন্ধুদের সেলফি ছবিটি দেখে আপনার বন্ধু-বোন মারিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল? কারণ তিনি তো আর আপনার মতো পরিবারের আদল ভঙ্গ করেননি। ফারিয়া বলেন, ‘‘আমিও বুঝতে পারি, কিছু দৃশ্যে সে (মারিয়া) হয়তো খানিক অস্বস্তি বোধ করেছে। আবার এটাও সে বোঝে, এগুলো কাজের অংশ। তবে এটুকু বলি, ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত আমার কাজের সবচেয়ে ঠোঁটকাটা সমালোচক বাবা-মা-ভাই ফয়সাল-বোন মারিয়া। তারা রীতিমতো আমার সব কাজের পোস্টমর্টেম করে ‌'ছিন্নভিন্ন' করে ফেলে। সেসব বিষয়ে আত্মপক্ষ সমর্থনও করতে হয় ঘরে ফিরে আমাকে। সব মিলিয়ে ‌'এন্ড অব দ্য ডে' ওরাই আমার শেষ ঠিকানা। ওদের সমর্থন আর সমালোচনার মধ্যদিয়েই আমি এগুচ্ছি।’’

দুই বোন, ফারিয়া ও মারিয়া /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা