X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অস্কার: গুগল সার্চে দ্বিতীয় প্রিয়াঙ্কা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৩

অস্কারের লালগালিচায় প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার নিয়ে অন্যান্য দেশের মতো ভারত থেকে অনেকেই সার্চ করে থাকেন।

সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, ভারতে লিওনার্দো ডিক্যাপ্রিও’র পর সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।
গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্কার নিয়ে দুনিয়াজুড়ে যে পরিমাণ সার্চ হয় তার প্রায় দুই শতাংশ সার্চ হয় ভারত থেকে। অস্কার সার্চের শীর্ষ ১০ বাজারের একটি হচ্ছে ভারত।
বিশ্বজুড়ে অস্কারসংক্রান্ত সার্চের ৫০ শতাংশই হয় যুক্তরাষ্ট্র থেকে। ৩০ শতাংশ সার্চ হয় ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও স্পেন থেকে।
২০১৫ সালের তুলনায় এবার অস্কারবিষয়ক সার্চ হয়েছে ৭০ শতাংশ বেশি। ২০১৬ সালে ভারত থেকে অস্কার নিয়ে সার্চ করা বিষয়গুলোর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক।
উল্লেখ্য, এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আসরে অস্কারের উপস্থাপকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মঞ্চে উঠে তিনি বিজয়ীদের হাতে অস্কার তুলে দেন। বিশেষ করে ভারতীয়দের কাছে তাই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই বলিউড অভিনেত্রী। মার্গারেটের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রিয়াঙ্কা
সূত্র: এনডিটিভি।

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!