behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

অস্টিনের উৎসবে চিরকুটের দুটি শো

বিনোদন রিপোর্ট১৬:০৫, মার্চ ০২, ২০১৬

চিরকুট ব্যান্ডপ্রতিবছর যুক্তরাষ্ট্রের অস্টিনে আয়োজন করা হয় সংগীত ও চলচ্চিত্র উৎসব ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (এসএক্সএসডব্লিউ)। এতে অংশ নেন অভিনয়শিল্পী, নির্মাতা, গানের দল ও সংগীতশিল্পী।
এবারের আয়োজনে শুধু ব্যান্ডের সংখ্যাই দুই হাজার ৩০০! এ উৎসবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট যাচ্ছে- এটা আগেই জানিয়েছিলেন ব্যান্ডের সদস্যরা।
এবার জানালেন, উৎসবে একটি নয়, তারা দুটি শো'র জন্য দুই দিন অংশ নেবেন।
আগামী ১৬ ও ১৭ মার্চ তাদের এ পরিবেশনা দুটি হবে।
ব্যান্ডের গায়িকা সুমি বাংলা ট্রিবিউনকে বলেন, 'দুই হাজারের বেশি ব্যান্ড এখানে অংশ নেয়। সেখানে একটি করে শো সাধারণত হয়ে থাকে। এটা বেশ আনন্দের যে, এত বড় আয়োজনে পরপর দুটি শো আমাদের জন্য রাখা হয়েছে।'
তিনি জানালেন, আগামী সপ্তাহে ব্যান্ডের সদস্যরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। উৎসব শুরু হবে ৯ মার্চ।
উৎসবে অংশ নেওয়া ছাড়াও এক মাসের এই সফরে চিরকুট দেশটির বেশ কয়েকটি স্থানে সংগীত পরিবেশন করবে।
১২ মার্চ ডালাসে কনসার্ট ফর বাংলাদেশ, ১৪ মার্চ অস্টিনে আগামী টিভিতে থাকছে তাদের পরিবেশনা। এরপর ২৬ মার্চ ফ্লোরিডা, ৩ এপ্রিল নিউ ইয়র্ক ও ১০ এপ্রিল আটলান্টায় পৃথক তিনটি কনসার্টে অংশ নেবে চিরকুট।

পহেলা বৈশাখের আগেই দেশে ফিরবেন ব্যান্ডের সদস্যরা। 

/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ