behind the news
Vision  ad on bangla Tribune

প্রিয়াঙ্কার ছবিতে শোরগোল সামাজিক মাধ্যমে

বাংলা ট্রিবিউন ডেস্ক১৭:২৮, মার্চ ০৩, ২০১৬

নতুন লুকে প্রিয়াঙ্কা...আশির শেষ থেকে নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত টেলিভিশন দর্শকদের মাতিয়ে রাখা সিরিজ ‘বেওয়াচ’ থেকে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। হলিউডের এই ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
এইসব খবর এখন আর কারও অজানা নয়। তবে এই ছবিতে কেমন দেখাবে প্রিয়াঙ্কাকে সে সম্পর্কে একটা ধারণা হয়তো পেতে যাচ্ছেন ভক্তরা।
গত ১ মার্চ থেকেই ‘বেওয়াচ’ ইউনিটে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে বেশ কিছু ছবিও তোলা হয়েছে তার। সেখান থেকেই বেশ ছবি প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। আর এটা দ্রুতই ছড়িয়ে পড়েছে। চলছে নানা আলোচনা। তার সবই প্রিয়াঙ্কার প্রশংসা!
মিয়ামির বিচে তোলা এই ছবিগুলোতে প্রিয়াঙ্কাকে দেখা যায় শুভ্র একটি পোশাকে, সঙ্গে সোনালি গয়না ও সমুদ্রের বাতাসে উড়ন্ত চুল তাকে দিয়েছে মোহনীয় এক রূপ।
‘বেওয়াচ’ শ্যুট শুরু করার পর নিজের ইন্সটাগ্রামেও পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা। বিচে থাকতে হলে অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিসের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিচে থাকতে হলে এ সবই লাগবে। ‘বেওয়াচ’র সেটে প্রথম দিন। সবকিছুই চমৎকার ছিল...।’
সূত্র এনডিটিভি
/ইউআর/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ