Vision  ad on bangla Tribune

ট্যাটু করে সংহতি প্রকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক১৪:৩৫, মার্চ ০৪, ২০১৬

লেডি গাগাযৌন সহিংসতার শিকার নারীদের সঙ্গে একই রকম ট্যাটু করে সংহতি প্রকাশ করেছেন পপ সংগীতশিল্পী লেডি গাগা। অস্কার উৎসবে ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ গানটি পরিবেশনের সময় তার সঙ্গে মঞ্চে উঠেছেন ওই নারীরাও। আর তাদের প্রত্যেকের গায়ে ছিল একই রকম ট্যাটু।  

তবে উৎসবে সংগীত পরিবেশনের সময় বোঝা যায়নি ওই ট্যাটুর রহস্য। পরে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও থেকে বিষয়টি স্পষ্ট হয়। প্রথমে ভক্তরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ছবি প্রকাশ করে। পরে লেডি গাগা নিজেও তার টুইটারে ভিন্ন ভিন্ন নারীর সঙ্গে ছবি তুলে পোস্ট দেন।

নারীর প্রতি সহিংসতা প্রশ্নে সরব লেডি গাগা সংগীতশিল্পী কেশার আইনি লড়াইয়ের ক্ষেত্রেও তাকে সমর্থন জানিয়েছেন প্রকাশ্যে। কেশা প্রায় এক দশক ধরে এক প্রযোজকের কাছে মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এখন তিনি রুখে দাঁড়িয়েছেন ও বিচার চাইছেন। তার সঙ্গে রয়েছেন সাহসী শিল্পী লেডি গাগা।
অস্কার মঞ্চে লেডি গাগার গান:

সূত্র: মিরর

/ইউআর/এমএম/

লাইভ

টপ