Vision  ad on bangla Tribune

বিয়ের পরে আবার দুজনে

বিনোদন রিপোর্ট১৫:৩৭, মার্চ ০৫, ২০১৬

নাদিয়া ও নাঈম।তারকা দম্পতি নাদিয়া-নাঈমের হঠাৎ বিয়ে চমকের পর দুজনেই ফের ব্যস্ত হলেন যার যার শ্যুটিংয়ে। এসময় আলাদা আলাদা নাটক ইউনিটে ব্যস্ত থাকলেও এরইমধ্যে সংসারটা গুছিয়েছেন যৌথ পরিকল্পনায় পরিপাটি আয়োজনে। অন্যদিকে নতুন খবর হলো, বিয়ের প্রায় দেড় মাস বিরতির পর এবার দুজনে একই নাটকে জুটিবদ্ধ হলেন।  

আজাদ আবুল কালামের চিত্রনাট্যে সৈয়দ ফয়েজ হাসানের নির্দেশনায় 'কাঠফুল' শীর্ষক একটি নাটকে অভিনয় করেছেন তারা। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি শ্যুটিং হাউজে এর কাজ শেষ হয়েছে। তবে বাস্তবের মতো এ নাটকে সদ্য বিবাহিত দম্পতি চরিত্রে পাওয়া যাচ্ছে না তাদের। নাঈম জানান, এ নাটকে তিনি হলেন পিউর মাস্তান! অন্যদিকে তার প্রেমিকা হিসেবে দেখা যাবে নাদিয়াকে।  

নাঈম বলেন, 'বিয়ের পর আমরা দুজনে আবার জুটিবদ্ধ হলাম। যদিও এখানে আমার চরিত্রটি একজন মাস্তানের। তাই স্বাভাবিকভাবেই আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। একজন মাস্তান তার প্রেমিকাকে পেতে যেমন করে আমিও তাই করেছি। আসলে  বিয়ের পর বৌ এর সঙ্গে এমন একটি কাজ করে আমি মুগ্ধ।'

পরিচালক জানান, শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।  

বেশ ক’বছর আগে নাদিয়া ও নাঈম প্রথম জুটিবদ্ধ হন নাজনীন হাসান চুমকীর নির্দেশনায় 'নিভৃত যতনে' নাটকে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জানুয়ারি নাদিয়া ও নাঈম বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

নাদিয়া ও নাঈম।/এস/এমএম/

লাইভ

টপ