behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

এক দিনের জন্য ঢাকায় শ্রাবন্তী

বিনোদন রিপোর্ট১৭:১২, মার্চ ০৬, ২০১৬

এবারই প্রথম ঢাকায় পা রাখবেন টলিউডের প্রিয়মুখ শ্রাবন্তী। তাও আবার এক দিনের জন্য। উদ্দেশ্য ঢালিউড প্রধান শাকিব খানের সঙ্গে একটি ছবির মহরতে অংশগ্রহণ। ছবির নাম ‘শিকারি’।

শ্রাবন্তীযৌথ প্রযোজনার এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন টলিউডের শ্রাবন্তী। এটি যৌথভাবে নির্মিত হচ্ছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ এর ব্যনারে। জানা গেছে, এ ছবির মহরত অনুষ্ঠান হচ্ছে ৭ মার্চ সন্ধ্যায় ঢাকার এক অভিজাত হোটেলে। এ মহরতে অংশ নিতেই শ্রাবন্তী কয়েক ঘন্টার সফরে উড়ে আসছেন ঢাকায়। এমনটাই জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি আরও জানান, আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় ছবিটির শ্যুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশেও এর শ্যুটিং হওয়ার কথা রয়েছে।

‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমূখ।

/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ