behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

জয় বাংলা কনসার্ট আজ

বিনোদন রিপোর্ট১২:০৩, মার্চ ০৭, ২০১৬ওয়ারফেইজ, লালন, শিরোনামহীন ও নেমেসিস (ঘড়ির কাটার দিক করে)
গতবারের মতো এবারও ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। সোমবার (আজ) দুপুররের পর এটি শুরু হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।
এর আয়োজক ইয়াং বাংলা। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ব্লুজ কমিউনিকেশনস।

এবারের কনসার্টে অংশ নেবে দেশের বেশ কয়েকটি খ্যাতনামা ব্যান্ড। এরমধ্যে আছে ওয়ারফেইজ, শিরোনামহীন, লালন, ক্রিপটিক ফেইট, শূন্য, নেমেসিস ও আর্বোভাইরাস।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, শিল্পীরা মঞ্চে উঠবেন বিকাল সাড়ে তিনটায়। এর ঘণ্টাখানেক আগে থেকে দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
তারা আরও জানায়, এ কনসার্টটি উপভোগ করতে পারবেন শুধু নিবন্ধিত দর্শকরা।


/এমআই/এম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ